হোম > সারা দেশ > মানিকগঞ্জ

রাজনীতি করি মানুষের জন্য, নিজের জন্য নয়-সাটুরিয়ায় স্বাস্থ্যমন্ত্রী

সাটুরিয়া (মানিকগঞ্জ) 

স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক স্বপন বলেছেন, আমরা রাজনীতি করি নিজের জন্য নয় মানুষের জন্য তাই মানুষ আমাদের ভোট দেয়। ভোট দেয় বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জন্য উন্নয়নের রাজনীতি করে। উড়ে এসে জুড়ে বসে যারা ভোট নেয় তাদের ভোট দিবেন না। কারণ তারা নিজের উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকেন। আজ শনিবার দুপুরে সাটুরিয়া উপজেলা হল রুমে ঢেউটিন, নগদ অর্থ, কম্বল বিতরণ ও বিজ্ঞান মেলাসহ কয়েকটি প্রকল্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

এছাড়া তিনি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৯ জন মেধাবী শিক্ষার্থী ও কয়েকটি প্রতিষ্ঠানকে স্বাস্থ্যমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে ৪ লাখ ২৫ হাজার টাকা চেক ও ৫ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৯৫ জন হতদরিদ্রদের মধ্যে ১০৫ ব্যান্ডেল ঢেউটিন এবং তিন হাজার ৬০০ কম্বল বিতরণ করেন। 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, দেশে ৩০ কোটি মানুষের জন্য করোনার ভ্যাকসিন আনা হয়েছে। এর মধ্যে ১৩ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। যা বিশ্বের অন্য কোন দেশ পারেনি। দেশের মানুষকে করোনা মুক্ত ও সুস্বাস্থ্য ধরে রাখতে প্রধানমন্ত্রী এ উদ্দ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, সব মানুষকে সচেতন থাকতে হবে। ওমিক্রন নামে আরেকটি নতুন ভাইরাস দেশে আক্রমণ করেছে। এর সংক্রমণ করোনার চেয়ে তিন গুণ বেশি। এই ভাইরাস থেকে বাঁচতে হলে সবাইকে সতর্ক ও মাস্ক পড়তে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তাই যারা ভ্যাকসিন নেননি তারা ভ্যাকসিন নেবেন। আর করোনায় আক্রান্ত হলেই হাসপাতালে পরীক্ষা করে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। 

তিনি বিজ্ঞান মেলা নিয়ে বলেন, বিজ্ঞানের কারণে পৃথিবী আজ অনেক উন্নত হয়েছে। বিজ্ঞান না থাকলে আমরা আজ কৃষিতে এত উন্নয়ন করতে পারতাম না। বিজ্ঞানের ফলে আমাদের দেশে কৃষি বিপ্লব ঘটেছে। আজ আমরা কৃষিতে স্বয়ং সম্পূর্ণ হয়েছি। তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বলেন, বিজ্ঞান শিক্ষার দিকে বেশি মনোযোগ দিতে হবে। 

শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে জাহেদ মালেক বলেন, বিজ্ঞান শিক্ষার দিকে বেশি মনোযোগ দিতে হবে। তাহলেই দেশ আরও সামনে এগিয়ে যাবে। 

এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান হাফিজ ও সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটোসহ সরকারি কর্মকর্তারা।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট