হোম > সারা দেশ > ঢাকা

ডেঙ্গু চিকিৎসার বাইরে সিটি করপোরেশনের কাজও আমরা করছি: স্বাস্থ্যমন্ত্রী

সাভার (ঢাকা) প্রতিনিধি

‘আমাদের কাজ ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া। এর বাইরে সিটি করপোরেশনের কাজও আমরা করে যাচ্ছি। এর বেশি আর কিছু করার মতো আমাদের নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

আজ রোববার সাভারের আশুলিয়ার জিরানীতে বাংলাদেশ-কোরিয়া মৈত্রী হাসপাতালে কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (কইকা) অন্ধত্ব প্রতিরোধে দক্ষিণ কোরিয়ার অর্থায়নে চলমান একটি প্রকল্পের মেয়াদ শেষে সরকারের কাছে হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ পর্যন্ত প্রায় দেড় লাখ লোক আক্রান্ত হয়েছে। গতকালও দুই হাজারের মতো রোগী পেয়েছি, ১৫ জন মৃত্যুবরণ করেছে। এখনো হাসপাতালে প্রায় ১০ হাজার রোগী আছে। আমরা কিন্তু চিকিৎসা দিয়ে চলেছি।’ 

তিনি বলেন, ‘আপনাদের বলতে হবে, যেন প্রত্যেক জায়গায় মশা নিধনের জন্য স্প্রে করে, পানি যাতে জমে না থাকে, ময়লা পরিষ্কার করতে হবে। শুধু ঢাকা শহরে নয়, সারা দেশে বছরব্যাপী করতে হবে। তবেই মশা মরবে, ডেঙ্গু রোগী এবং মৃত্যু কমবে। এর বাইরে আমাদের আর কিছু বলার নাই।’ 

জাহিদ মালেক আরও বলেন, ‘আমাদের কাজ চিকিৎসা দেওয়া এবং আমরা তার বাইরেও সচেতনতামূলক কাজও করে যাচ্ছি। আমরা টেলিভিশন-পত্রিকায়ও দিই। যেই কাজটি সিটি করপোরেশনের, সেই কাজটিও আমরা করছি। মাইকিংও আমরা করছি। এর বেশি করার মতো আমাদের আর কিছু নেই।’ 

এ সময় বাংলাদেশে কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং সিক, কোরিয়ার সাবেক রাষ্ট্রদূত ও কইকার ভাইস প্রেসিডেন্ট লি ইয়ুন ইয়াং, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসিমা খানমসহ কইকা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস