হোম > সারা দেশ > ঢাকা

ঝিনাইদহ-১: গেজেট নিয়ে হাইকোর্টের আদেশ ১৩ মে পর্যন্ত স্থগিত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনের ফলাফলের গেজেট স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করা হয়েছে। আব্দুল হাইয়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ ১৩ মে পর্যন্ত স্থগিত করেছেন। সেই সঙ্গে ওইদিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বিষয়টি শুনানির জন্য পাঠানো হয়েছে। 

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা। তিনি আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে। এই আদেশের ফলে আব্দুল হাই এমপি হিসেবে দায়িত্ব পালন করতে বাধা নেই।   

এর আগে ওই আসনের পরাজিত স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের করা নির্বাচনী আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১ ফেব্রুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের গেজেট দুই মাসের জন্য স্থগিত করেন। পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন নৌকা প্রতীক নিয়ে বিজয়ী প্রার্থী মো. আব্দুল হাই। 

নজরুল ইসলাম দুলালের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও মজিবুর রহমান। নজরুল ইসলাম দুলাল বিশ্বাস ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি। আর আব্দুল হাই জেলা আওয়ামী লীগের সভাপতি।

নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অভিযোগে সিটি ইউনিভার্সিটির ৫ শিক্ষার্থী গ্রেপ্তার

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে নারী পথচারীর মৃত্যু

নাঈমকে দুই দফা মারধরের পর রাস্তায় ফেলে যায় মোটরসাইকেল আরোহীরা—আসামির জবানবন্দি

বসুন্ধরায় আইনজীবী হত্যা: গ্রেপ্তার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ