হোম > সারা দেশ > ঢাকা

বাড্ডা থেকে চুরি হওয়া টাকা কক্সবাজারে উদ্ধার, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানের চুরি হওয়া ১১ লাখ ৬৬ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে কক্সবাজারের কলাতলী এলাকার একটি রিসোর্ট থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা থানা-পুলিশ। গতকাল সোমবার মধ্যরাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মাসুম কাজী (৪৫), মোছা. মুক্তা আক্তার ওরফে মরিয়ম আক্তার মুক্তা (২৪) ও মো. মাসুম মোল্লা (১৯)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ মঙ্গলবার বিষয়টি জানান।

বাড্ডা থানার বরাত দিয়ে তালেবুর রহমান জানান, কুমিল্লাপাড়া লিংক রোডে পাথর ও কয়লার আমদানি-রপ্তানির ব্যবসা পরিচালনা করেন মো. শরীফ হুমায়ুন কবির। ১৩ এপ্রিল বেলা ২টার দিকে তিনি তাঁর কর্মচারী মাসুম কাজীকে ডাচ্‌-বাংলা ব্যাংকে ১৫ লাখ ২৮ হাজার টাকা জমা দিতে পাঠান। কিন্তু মাসুম টাকা জমা না দিয়ে পালিয়ে যান এবং তাঁর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

পরে শরীফ হুমায়ুন কবির বাড্ডা থানায় মাসুম কাজীসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের অবস্থান শনাক্ত করে কক্সবাজার সদর থানা-পুলিশের সহযোগিতায় একটি রিসোর্ট থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাসুম কাজীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া নগদ ১১ লাখ ৬৬ হাজার টাকা।

গ্রেপ্তার ব্যক্তিরা উদ্ধার করা টাকা চুরি করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। পরে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ