হোম > সারা দেশ > ঢাকা

বাড্ডা থেকে চুরি হওয়া টাকা কক্সবাজারে উদ্ধার, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানের চুরি হওয়া ১১ লাখ ৬৬ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে কক্সবাজারের কলাতলী এলাকার একটি রিসোর্ট থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা থানা-পুলিশ। গতকাল সোমবার মধ্যরাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মাসুম কাজী (৪৫), মোছা. মুক্তা আক্তার ওরফে মরিয়ম আক্তার মুক্তা (২৪) ও মো. মাসুম মোল্লা (১৯)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ মঙ্গলবার বিষয়টি জানান।

বাড্ডা থানার বরাত দিয়ে তালেবুর রহমান জানান, কুমিল্লাপাড়া লিংক রোডে পাথর ও কয়লার আমদানি-রপ্তানির ব্যবসা পরিচালনা করেন মো. শরীফ হুমায়ুন কবির। ১৩ এপ্রিল বেলা ২টার দিকে তিনি তাঁর কর্মচারী মাসুম কাজীকে ডাচ্‌-বাংলা ব্যাংকে ১৫ লাখ ২৮ হাজার টাকা জমা দিতে পাঠান। কিন্তু মাসুম টাকা জমা না দিয়ে পালিয়ে যান এবং তাঁর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

পরে শরীফ হুমায়ুন কবির বাড্ডা থানায় মাসুম কাজীসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের অবস্থান শনাক্ত করে কক্সবাজার সদর থানা-পুলিশের সহযোগিতায় একটি রিসোর্ট থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাসুম কাজীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া নগদ ১১ লাখ ৬৬ হাজার টাকা।

গ্রেপ্তার ব্যক্তিরা উদ্ধার করা টাকা চুরি করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। পরে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট