রাজবাড়ীসহ সারা দেশের মানুষের শান্তি ও মঙ্গল কামনায় বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকা আদায় করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টির জন্য দুই রাকাত নামাজ শেষে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। রাজবাড়ী পৌরসভা এই নামাজের আয়োজন করে।
নামাজে ইমামতি করেন জেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা ইলিয়াস হোসেন। তিনি বলেন, ‘তীব্র তাপপ্রবাহে পুড়ছে সারা দেশ। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতেই এই নামাজের আয়োজন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন রহমতের বৃষ্টি দান করেন সেই প্রার্থনা করা হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু আজকের পত্রিকাকে বলেন, ‘তীব্র তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ। দীর্ঘদিন বৃষ্টির দেখা নেই। এই অবস্থা থেকে মুক্তি পেতে আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে বৃষ্টি চেয়েছি। আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে বৃষ্টি দেন।’