হোম > সারা দেশ > ঢাকা

গভর্নরের গাড়ি আটকে ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গভর্নর ড. আহসান এইচ মনসুরের গাড়ি আটকে বিক্ষোভ করেছেন ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা। ছবি: জাহিদুল ইসলাম।

চাকরিতে পুনর্বহালের দাবিতে ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের গাড়ি আটকে বিক্ষোভ করেছেন। বাংলা একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ ব্যাংক আয়োজিত সিএমএসএমই নারী উদ্যোক্তা মেলার সামনে এ ঘটনা ঘটে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে গভর্নর বের হওয়ার সময় চাকরিচ্যুত কর্মীরা তাঁর গাড়ি ঘিরে ধরেন। তাঁরা স্লোগান দিতে দিতে গাড়ির সামনে বসে পড়েন এবং কয়েকজন নারী আন্দোলনকারী গাড়ির সামনেই শুয়ে পড়েন। এ সময় নিরাপত্তাকর্মীরা তাঁদের সেখান থেকে সরিয়ে দিতে গেলে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন নিরাপত্তা সদস্যরা এবং গভর্নর নিরাপদে স্থান ত্যাগ করেন।

আন্দোলনকারী কর্মীরা জানান, তাঁরা দীর্ঘদিন ধরে ব্র্যাক ব্যাংকের বিভিন্ন বিভাগে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। কিন্তু কোনো নোটিশ ছাড়াই তাঁদের জোর করে চাকরিচ্যুত করা হয় বা অনেকে চাকরি ছাড়তে বাধ্য হন, যা তাঁদের জীবনে চরম অনিশ্চয়তা তৈরি করেছে। চাকরিচ্যুত কর্মীদের অভিযোগ, বাংলাদেশ ব্যাংক ২০২৪ সালের ১২ আগস্ট এক তদন্ত শেষে তাঁদের পুনর্বহালের নির্দেশ দিলেও এখন পর্যন্ত ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি এবং তারা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অমান্য করে যাচ্ছে।

কয়েকজন নারী আন্দোলনকারী গভর্নরের গাড়ির সামনেই শুয়ে পড়েন। ছবি: জাহিদুল ইসলাম।

বিক্ষোভকারীরা জানান, ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে ২ হাজার ৫৫৩ জন কর্মীকে জোর করে পদত্যাগে বাধ্য করা হয়। সব মিলিয়ে প্রায় ২ হাজার ৬৬৮ জন কর্মী বর্তমানে চাকরিচ্যুত অবস্থায় আছেন।

তাঁরা দ্রুত পুনর্বহাল, ক্ষতিপূরণ ও দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এর আগে গত ফেব্রুয়ারিতেও তাঁরা বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেছিলেন এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক