হোম > সারা দেশ > ঢাকা

অর্থ পাচার অপরাধ আইনের শাসনের জন্য হুমকি: আদালত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অর্থ পাচার অপরাধ আইনের শাসনের জন্য হুমকি। গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের নেতা এনামুল হক এনু, রুপন ভূঁইয়াসহ ১১ জনকে অর্থ পাচারের দায়ে সাত বছরের কারাদণ্ড দিয়ে যে রায় ঘোষণা করা হয়েছে সেই রায়ের পর্যবেক্ষণে বিচারক এ কথা উল্লেখ করেন। আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণা করার সময় আদালত বলেন, অর্থ পাচারের অপরাধ সম্পর্কে কিছু বলা প্রাসঙ্গিক। সংগঠিত অপরাধ ও অর্থ পাচার নিঃসন্দেহে আইনের শাসন এবং দেশের টেকসই উন্নয়নের জন্য মারাত্মক হুমকি। মানি লন্ডারিং এখন একটি গুরুতর অপরাধ। 

আদালত আরও বলেন, অবৈধ জুয়া তথা ক্যাসিনো ব্যবসার সাম্প্রতিক কার্যক্রম সংগঠিত অপরাধ। ক্যাসিনো জুয়ার সঙ্গে সংশ্লিষ্টরা তাঁদের নোংরা আর্থিক ব্যবস্থায় পাচারের জন্য একটি পেছনের দরজা করে ফেলেছে। অবৈধ জুয়ার কার্যক্রম বিশেষভাবে গুরুতর, কারণ অবৈধ জুয়া থেকে অর্জিত অর্থ পাচার, চাঁদাবাজি, জালিয়াতিসহ অন্যান্য কার্যকলাপে অর্থায়নের জন্য ব্যবহৃত হয়।

আদালত রায়ে বলেছেন, যদি মানি লন্ডারিং অপরাধগুলো নিয়ন্ত্রণ না করা হয় তাহলে আর্থিক ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলতে পারে। উদীয়মান বাজারে উন্নয়ন প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। 

আদালত রায়ে আরও বলেন, এই আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে নোংরাভাবে অর্থ পাচারের বিষয়টি প্রমাণ করতে সক্ষম হয়েছে, তাই উপযুক্ত শাস্তি দেওয়া যুক্তিযুক্ত। এই রূপ শাস্তি অভিযুক্ত ব্যক্তিদের অর্থ পাচারের অপরাধ থেকে বিরত রাখতে পারে। 

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ