হোম > সারা দেশ > ঢাকা

ধানমন্ডি বত্রিশের কাছে পুলিশের পাশেই চাপাতি নিয়ে ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ধানমন্ডি ৩২ নম্বরের রাসেল স্কয়ারের সামনে চাপাতি ধরে ব্যাগ ছিনিয়ে নেওয়ার পর সেই অস্ত্র হাতে পুলিশের সামনে দিয়ে চলে যাচ্ছে ছিনতাইকারী। ছবি: ভিডিও থেকে নেওয়া

‎রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় চাপাতি দেখিয়ে ছিনতাই করে ট্রাফিক পুলিশের পাশ দিয়েই পালিয়ে গেছে ছিনতাইকারী। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে নিউ মডেল বহুমুখী হাইস্কুলের বিপরীতে এ ঘটনা ঘটে। শুক্রবার রাতে আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ছিনতাইয়ের ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে নাগরিকদের মধ্যে ব্যাপক সমালোচনা হয়। ভিডিওতে দেখা যায়, চাপাতি দিয়ে ভয় দেখিয়ে এক যুবকের কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে যাচ্ছে ছিনতাইকারী। পরে তাঁকে হুমকি দিয়ে আরও কয়েকজনের সামনে দিয়ে মূল সড়কে এসে ট্রাফিক পুলিশের পাশ দিয়েই চলে যায় ছিনতাইকারী।

‎‎একটি গাড়ির ভেতর থেকে করা ভিডিওতে দেখা যায়, অন্তত তিনজন ট্রাফিক পুলিশ সদস্য সেখানে দায়িত্ব পালন করছেন। তাঁদের পাশ কাটিয়ে চাপাতিধারী ছিনতাইকারী নির্বিঘ্নে চলে যাচ্ছে। পথচারীদের কেউ কেউ ছিনতাইয়ের ঘটনা দেখলেও তাঁরা কেউ এগিয়ে যাননি।

‎‎যোগাযোগ করা হলে ওসি ক্যশৈন্যু মারমা বলেন, ‘ওই সময় সেখান থেকে অনেক দূরপাল্লার বাস ছাড়ে। তাই ট্রাফিক পুলিশ সদস্যরা যান চলাচল নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন। বিষয়টি তাঁরা খেয়াল করতে পারেননি।’

‎ওসি আরও বলেন, ছিনতাইয়ের ঘটনায় গতকাল রাত পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। তবে অভিযোগ না পেলেও ছিনতাইকারীকে চিহ্নিত করে তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। ‎

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

শরীয়তপুরে ব্যবসায়ীর শরীরে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৩

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি

পেঁপে ভাজি খাইয়ে অজ্ঞান করে বাসায় চুরি, রাজধানীতে গৃহকর্মীসহ গ্রেপ্তার ২

মোবাইল ব্যবসায়ীদের লাঠিপেটা করে সড়ক থেকে সরিয়ে দিল পুলিশ