হোম > সারা দেশ > ঢাকা

ধানমন্ডি বত্রিশের কাছে পুলিশের পাশেই চাপাতি নিয়ে ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ধানমন্ডি ৩২ নম্বরের রাসেল স্কয়ারের সামনে চাপাতি ধরে ব্যাগ ছিনিয়ে নেওয়ার পর সেই অস্ত্র হাতে পুলিশের সামনে দিয়ে চলে যাচ্ছে ছিনতাইকারী। ছবি: ভিডিও থেকে নেওয়া

‎রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় চাপাতি দেখিয়ে ছিনতাই করে ট্রাফিক পুলিশের পাশ দিয়েই পালিয়ে গেছে ছিনতাইকারী। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে নিউ মডেল বহুমুখী হাইস্কুলের বিপরীতে এ ঘটনা ঘটে। শুক্রবার রাতে আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ছিনতাইয়ের ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে নাগরিকদের মধ্যে ব্যাপক সমালোচনা হয়। ভিডিওতে দেখা যায়, চাপাতি দিয়ে ভয় দেখিয়ে এক যুবকের কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে যাচ্ছে ছিনতাইকারী। পরে তাঁকে হুমকি দিয়ে আরও কয়েকজনের সামনে দিয়ে মূল সড়কে এসে ট্রাফিক পুলিশের পাশ দিয়েই চলে যায় ছিনতাইকারী।

‎‎একটি গাড়ির ভেতর থেকে করা ভিডিওতে দেখা যায়, অন্তত তিনজন ট্রাফিক পুলিশ সদস্য সেখানে দায়িত্ব পালন করছেন। তাঁদের পাশ কাটিয়ে চাপাতিধারী ছিনতাইকারী নির্বিঘ্নে চলে যাচ্ছে। পথচারীদের কেউ কেউ ছিনতাইয়ের ঘটনা দেখলেও তাঁরা কেউ এগিয়ে যাননি।

‎‎যোগাযোগ করা হলে ওসি ক্যশৈন্যু মারমা বলেন, ‘ওই সময় সেখান থেকে অনেক দূরপাল্লার বাস ছাড়ে। তাই ট্রাফিক পুলিশ সদস্যরা যান চলাচল নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন। বিষয়টি তাঁরা খেয়াল করতে পারেননি।’

‎ওসি আরও বলেন, ছিনতাইয়ের ঘটনায় গতকাল রাত পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। তবে অভিযোগ না পেলেও ছিনতাইকারীকে চিহ্নিত করে তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। ‎

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না