হোম > সারা দেশ > রাজবাড়ী

পদ্মায় ধরা পড়ল ৩২ কেজির বাগাড়, বিক্রি হলো ৪১ হাজার টাকায়

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ৩২ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে জেলেদের জালে। পরে মাছটি ৪১ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। আজ মঙ্গলবার সকালে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে জয়নাল হালদারের জালে মাছটি ধরা পড়ে। 

জেলে জয়নাল হালদার আজকের পত্রিকাকে জানান, সোমবার দিবাগত রাতে তিনিসহ কয়েকজন পদ্মায় মাছ শিকারে যান। নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেললেও মাছের দেখা পাননি তাঁরা। আজ সকালের দিকে নদী থেকে জাল তুলতেই দেখতে পান বিশাল আকৃতির বাগাড়। পরে স্থানীয় মৎস্য আড়তে মাছটি বিক্রি করতে আনেন। এ সময় খোলা নিলামে মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা। 

মাছ ব‍্যবসায়ী চান্দু মোল্লা আজকের পত্রিকাকে জানান, সকালে দৌলতদিয়ার রওশন মোল্লার মৎস্য আড়ত থেকে মাছটি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৪১ হাজার ৬০০ টাকা নিলামে কিনেছেন তিনি। মাছটি বিক্রির জন্য বিভিন্ন স্থানে মোবাইল ফোনে যোগাযোগ করছেন। কেজিপ্রতি ৫০ থেকে ১০০ টাকা লাভ পেলে মাছটি বিক্রি করবেন। 

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহারিয়া জামান আজকের পত্রিকাকে বলেন, বছরের নির্দিষ্ট সময় ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দেওয়ায় এসব মাছ বড় হওয়ার সুযোগ পায়। মাঝেমধ্যেই পদ্মা নদীতে জেলেদের জালে বড় আকারের রুই, কাতল, পাঙাশ, বোয়াল, বাগাড়সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে। এসব মাছ নদীর গভীরে থাকে। খাবারের সন্ধানে ওপরে চলে আসে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির