হোম > সারা দেশ > ঢাকা

মেঘনায় মাছ ধরার ট্রলারে ডাকাতি, অস্ত্রসহ ৫ ডাকাত আটক

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরার ট্রলারে হামলা চালিয়ে মাঝিকে অপহরণসহ ট্রলার ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ট্রলার থেকে পাঁচজন ডাকাত সদস্য নদীতে পড়ে গেলে তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর কাছে দিয়েছেন জেলেরা। আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে একটি চাপাতি, দুটি দা ও দুটি লোহার পাত জব্দ করা হয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে মৌলভীর চরের উত্তর মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এ খবর লেখা পর্যন্ত (শনিবার সকাল ১০টা) অপহৃত সিরাজ মাঝি ও তাঁর ট্রলারের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে তাঁকে উদ্ধারে নৌ-পুলিশ ও কোস্টগার্ড অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। 

জানা গেছে, ভোলার দৌলত খাঁর কাজীরহাট চরপাতা এলাকার সিরাজ মাঝি ছয়জন মাঝি-মাল্লা নিয়ে মেঘনা নদী থেকে মাছ ধরে চেয়ারম্যানঘাটের দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে চেয়ারম্যানঘাট থেকে নদীপথে ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মৌলভীর চরে পৌঁছালে একটি ট্রলার নিয়ে সিরাজ মাঝির ট্রলারে হামলা চালায় একদল ডাকাত। এ সময় ডাকাত দলের ট্রলারটির পাখা নষ্ট হয়ে গেলে তারা সিরাজ মাঝিসহ তাঁর ট্রলারটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় পাঁচ ডাকাত পানিতে পড়ে যায়। পরে পার্শ্ববর্তী একটি ট্রলারের সহযোগিতায় পাঁচ ডাকাতকে অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করেন জেলেরা। 

নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক হওয়া ডাকাত সদস্যদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। নৌ-পুলিশ ও কোস্ট গার্ড সিরাজ মাঝিসহ তাঁর বোটটি উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রেখেছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট