রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে ছিনতাই করে পালানোর সময় সড়ক দুর্ঘটনায় আহত ইলিয়াস (৪৬) নামে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. এরশাদ আলম জানান, ইলিয়াস সিএনজিচালিত অটোরিকশাচালক। তবে তিনি সিএনজি অটোরিকশা নিয়ে আব্দুল জব্বার নামের একজনের সাথে ছিনতাই করে বেড়াতেন। গত ৪ এপ্রিল সকাল ৭টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে অটোরিকশা নিয়ে ছিনতাই করতে বের হন ইলিয়াস। ঘটনার সময় রিকশারোহী ফাল্গুনী ইসলাম নামে এক নারীর ব্যাগ টান দেন তাঁরা। ওই সময় অটোরিকশা চালাচ্ছিলেন ইলিয়াস। আর পেছনে বসে ব্যাগ টান দেন আব্দুল জব্বার। পরে ওই নারীর চিৎকারে অটোরিকশা নিয়ে তাঁরা দ্রুত পালানোর সময় রাস্তার পাশে থেমে থাকা আরেকটি অটোরিকশার পেছনে ধাক্কা লাগে। এতে ইলিয়াস গুরুতর আহত হন। আর আব্দুল জব্বার সামান্য আহত হন। পরে কিছু লোকজন এসে তাঁদের দুজনকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়।
এসআই আরও জানান, খবর পেয়ে তাঁদের দুজনকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যাওয়া হয়। সেখানে আব্দুল জব্বারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। ইলিয়াসের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ভর্তি রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান ইলিয়াস। এ ঘটনায় ওই দিনই ভুক্তভোগী নারী বাদী হয়ে একটি মামলা করেছিলেন। আব্দুল জব্বার বর্তমানে জেলহাজতে আছেন। ইলিয়াসের মরদেহ মর্গে রাখা হয়েছে।
মৃত ইলিয়াস ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলীগ্রামের আবু মোল্লার ছেলে। পরিবার নিয়ে তিনি সবুজবাগ বাসাবো এলাকায় থাকতেন।