হোম > সারা দেশ > ঢাকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে ‘একান্নবর্তী’

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে চলচ্চিত্র উৎসব ‘একান্নবর্তী’। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন জহির রায়হান ফিল্ম সোসাইটি তিন দিনব্যাপী এই উৎসবের আয়োজন করেছে।

আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক নুরুল আলম। আগামী বৃহস্পতিবার এটি শেষ হবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘একটি দেশের সমাজ, সংস্কৃতি ও রাজনীতি চলচ্চিত্রের মাধ্যমে ফুটে ওঠে। মানসম্পন্ন চলচিত্র সমাজকে বদলে দিতে পারে। সাম্প্রতিক সময়ে চলচিত্রের অবস্থা কিছুটা নাজুক বলে মনে হয়। অনেক সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছে। মানসম্পন্ন সিনেমার অভাবে দর্শকেরা সিনেমা হল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। চলচ্চিত্রের সোনালি দিন ফিরিয়ে আনা জরুরি।’

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বাংলা সিনেমার ব্যানার ডিজাইনার হানিফ পাপ্পু। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমেদ রেজা, চলচিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী প্রমুখ।

তিন দিনব্যাপী এই উৎসবের প্রথম দিনে সকাল সাড়ে ১০টায় জহির রায়হান পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড প্রদর্শিত হওয়ার কথা থাকলেও বিদ্যুৎবিভ্রাটের কারণে সেটি সম্ভব হয়নি বলে জানান জহির রায়হান ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মৌটুসী জুবায়দা রহমান।

মৌটুসী জুবায়দা জানান, বেলা ১১টায় জহির রায়হানের চলচ্চিত্রের ওপর ক্লাস নেন চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। এরপর সাড়ে ৩টায় সাস্টেইনেবল ওয়ার্ক এনভায়রনমেন্ট উইমেন ইন দি ইন্ডাস্ট্রি শীর্ষক পলিসি ডিসকাশন শুরু হয়। যার আলোচক ছিলেন প্রযোজক মেহজাবিন রেজা চৌধুরী, কস্টিউম ডিজাইনার ইদিলা ফরিদ তুরিন, ফিল্মমেকার রাকা নোশিন নাওয়ার এবং এডিটর ও সাউন্ড ডিজাইনার শারমিন দোজা তিথি। এরপর বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে প্রদর্শিত হয় আরিফুর রহমান পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘ছুটি’ এবং সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হয়েছে খন্দকার সুমন পরিচালিত চলচ্চিত্র ‘সাঁতাও’।

জানা গেছে, উৎসবের দ্বিতীয় দিন বুধবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ভারতীয় চিত্রনাট্যকার ও নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরীর তত্ত্বাবধানে ক্রিপ্ট ল্যাবের প্রথম সেশন অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় থাকবে নির্বাচিত দৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী। বিকেল ৫টায় আর্টিস্ট টকে অংশ নেবেন অভিনেত্রী অপি করিম। এরপর সন্ধ্যা ৭ টায় জহির  রায়হান মিলনায়তনে প্রদর্শিত হবে ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত চলচ্চিত্র ‘মায়ার জঞ্জাল’। 

উৎসবের শেষ দিন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ইন্দ্রনীল রায় চৌধুরীর তত্ত্বাবধানে স্ক্রিপ্টল্যাবের দ্বিতীয় ও শেষ সেশন অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় আর্টিস্ট টকে থাকবেন অভিনেত্রী নাজিফা তুষি। বিকেল ৫টায় প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত চলচ্চিত্র ‘হাওয়া’। সন্ধ্যা ৭টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে অধ্যাপক শামীম রেজার সঞ্চালনায় ‘সেন্সরশিপ বনাম গল্প বলার স্বাধীনতা’ শীর্ষক  মুক্ত আলোচনায় অংশ নিবেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী, আশফাক নিপুন ও মেজবাউর রহমান সুমন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট