হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর খিলগাঁও বাগিচা এলাকায় ট্রেনের ধাক্কায় রণজিৎ কুমার সরকার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ২টার দিকে বাগিচা রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া ৪টার দিকে তিনি মারা যান। 

রণজিৎ কুমারকে হাসপাতালে নিয়ে আসা তৌহিদুল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, ‘আমি পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত আছি। আমার বাসা খিলগাঁও এলাকায়। ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে বাগিচা মসজিদসংলগ্ন রেললাইনে মানুষের জটলা দেখতে পাই। কাছে গিয়ে দেখি ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। দ্রুত তাঁকে একটি ভ্যানে করে হাসপাতালে নিয়ে আসি।’ 

রণজিৎ আরও বলেন, ‘স্থানীয় কিছু লোক বলছিল ওই ব্যক্তি রেললাইন থেকে চলন্ত ট্রেনের সামনে লাফিয়ে পড়েন।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এসএসআই) মো. মাসুদ জানান, ওই ব্যক্তি ট্রেনের ধাক্কায় আহত হন। পরে এক পুলিশ কর্মকর্তা তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় জরুরি বিভাগে তাঁর মৃত্যু হয়। ওই ব্যক্তির মাথায় আঘাত রয়েছে। 

মাসুদ আরও জানান, ওই ব্যক্তির কাছে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তাঁর নাম-পরিচয় জানা গেছে। তাঁর নাম রণজিৎ কুমার সরকার (৬৫), পিতা মৃত রবীন্দ্র সরকার, ঠিকানা দেওয়া আছে ওয়ারী, কাপ্তানবাজার।

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ