হোম > সারা দেশ > ঢাকা

৫ জেলার অবৈধ ইটভাটার তালিকা চেয়েছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকাসহ আশপাশের ৫ জেলায় অবৈধ ইটভাটার তালিকা চেয়েছেন হাইকোর্ট। ঢাকা ছাড়া অন্য চার জেলা হলো গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ। ১৫ ফেব্রুয়ারি এসব জেলার জেলা প্রশাসককে জুমে সংযুক্ত থেকে এই প্রতিবেদন দিতে বলা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ এই আদেশ দেন। 
 
এর আগে, বায়ুদূষণ রোধে ঢাকা শহরের প্রবেশমুখ গাবতলী, যাত্রাবাড়ী, পূর্বাচল, কেরানীগঞ্জ, টঙ্গীসহ বিভিন্ন পয়েন্টে পানি ছিটানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। 
 
ফায়ার সার্ভিসের আইনজীবী মুনীরুজ্জামান আদালতে জানান, তাঁদের কাছে পানি ছিটানোর মেশিন নেই। তাঁরা শুধু পাইপ দিয়ে পানি ছিটাতে পারেন। 

রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ বলেন, আদালত ৯ দফা নির্দেশনা দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় বায়ুদূষণ মারাত্মক আকার ধারণ করেছে। এতে নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। 

ঢাকার বায়ুদূষণ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ২০১৯ সালের ২১ জানুয়ারি রিট করে। ওই রিটের শুনানি নিয়ে একই বছরের ২৮ জানুয়ারি আদালত রুলসহ আদেশ দেন। পরে রাজধানীতে বায়ুদূষণরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে সম্পূরক আবেদন করা হয়। 

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন