নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর জিগাতলায় সংঘর্ষের ঘটনায় হাবিবুল্লাহ বাহার কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত ওই শিক্ষার্থীর নাম আবদুল্লাহ সিদ্দিকী।
আজ রোববার বেলা ৩টা ৫০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নিহত আবদুল্লাহ সিদ্দিকী হাবিবুল্লাহ বাহার কলেজের ব্যবসায় প্রশাসন অনুষদের মার্কেটিং বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। রাজধানীর জিগাতলায় গুলিবিদ্ধ হন তিনি। আবদুল্লাহ সিদ্দিকী রাজধানীর পুরান ঢাকার কলতাবাজার এলাকায় থাকতেন।