হোম > সারা দেশ > মানিকগঞ্জ

শ্রমিকদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ার রাইজিং স্পিনিং মিলের শ্রমিকেরা সরকারনির্ধারিত বেতনকাঠামো বাস্তবায়নের দাবিতে আজ মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল শুরু হয়। অবশ্য রাইজিং স্পিনিং মিল কর্তৃপক্ষের দাবি, সরকার গার্মেন্টস সেক্টরে নতুন বেতন কাঠামো নির্ধারণ করলেও স্পিনিং মিল এর আওতাভুক্ত নয়।

রাইজিং স্পিনিং মিলের শ্রমিকেরা মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এসে অবস্থান নেন। সাড়ে ১০টার দিকে তাঁরা মহাসড়ক ছেড়ে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত একাধিক শ্রমিক জানান, সরকারনির্ধারিত বেতনকাঠামো বাস্তবায়ন না করায় তাঁরা ঢাকা-আরিচা মহাসড়কে দাবি আদায়ের আন্দোলন করছেন। কারখানা কর্তৃপক্ষের কাছে  সরকারনির্ধারিত বেতনকাঠামো বাস্তবায়নের জন্য একাধিকবার দাবি তুললেও লাভ হয়নি। তাই আজ ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন।

রাইজিং স্পিনিং মিলের এজিএম মোশাররফ হোসেন  বলেন, সরকার গার্মেন্টস সেক্টরে নতুন বেতনকাঠামো নির্ধারণ করলেও স্পিনিং মিল এর আওতাভুক্ত নয়। শ্রমিকেরা বিষয়টি না বুঝেই আন্দোলন করছেন।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু  বলেন, মহাসড়ক থেকে তাঁদের সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

২৪ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন