হোম > সারা দেশ > ঢাকা

'২৪ লাখের মধ্যে থেকে যোগ্য শিক্ষক না পেলে ১৩ লাখের মধ্যে কীভাবে পাবে?'

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্যানেল করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালন করছেন নিয়োগপ্রত্যাশীরা। আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে মানববন্ধন শুরু হয়। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্যানেলপ্রত্যাশী কমিটি ২০১৮-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হচ্ছে। দেশের ৬১টি জেলা থেকে আসা শতাধিক নিয়োগপ্রত্যাশী এতে অংশ নিচ্ছেন। 

মানববন্ধনকারী মাহমুদ হাসান জানান, ২০১৮ সালের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় ২৪ লাখ পরীক্ষার্থী অংশ নেন। ২৮ হাজার শূন্য পদের বিপরীতে মাত্র ১৮ হাজার ১৪৭ জনকে চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশ করা হয়। বাকি পদগুলোতে নিয়োগ না দিয়েই নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়। 

মাহমুদ হাসান বলেন, 'এ বছর আবার নতুন সার্কুলার দেওয়া হলো। এতে আবেদন পড়ছে ১৩ লাখ। কর্মকর্তারা বলছেন, যোগ্য শিক্ষক খুঁজতে নতুন বিজ্ঞপ্তি। যদি ২৪ লাখের মধ্য থেকেই যোগ্য শিক্ষক না পায়, তাহলে ১৩ লাখের মধ্য থেকে কীভাবে পাবে?'

নিয়োগপ্রত্যাশী আবদুল আলীম বলেন, 'প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে গেলে আমাদের সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয়। আমরা তো কোনো অন্যায্য দাবি জানাচ্ছি না। ব্যাংক, বিসিএসসহ বিভিন্ন জায়গায় প্যানেলের মাধ্যমে নিয়োগ হচ্ছে। তাহলে প্রাথমিকে কেন প্যানেল নিয়োগে সমস্যা?

এর আগে মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধনের চেষ্টা করেন নিয়োগপ্রত্যাশীরা। কিন্তু পুলিশের বাধার মুখে তারা সেখান থেকে সরে যান। এরপর মিরপুর-১-এ মানববন্ধনের চেষ্টা করেন তাঁরা। কিন্তু সেখান থেকেও পুলিশ তাঁদের সরিয়ে দেয়। এরপর পল্টনে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন শুরু করেন নিয়োগপ্রত্যাশীরা।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি