হোম > সারা দেশ > ঢাকা

সরকার সাম্প্রদায়িক হামলার তদন্ত চায় না: নুর

প্রতিনিধি, ঢাবি

সরকারের নিজ দলের 'থলের বিড়াল' বের হওয়ার ভয়ে সাম্প্রদায়িক হামলা-ভাঙচুরের তদন্ত করে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে 'সম্প্রতি বিনষ্টকারীদের চিহ্নিত করে শাস্তি প্রদান এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার' দাবিতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। 

সমাবেশ শেষে রাজু ভাস্কর্য থেকে শহীদ মিনার পর্যন্ত মশাল মিছিল করেন তাঁরা। মশাল মিছিলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। 

নুরুল হক নুর বলেন, দুর্বৃত্তরা বিভিন্ন সময় যে অঘটন ঘটাচ্ছে তার বিরুদ্ধে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। শুধু সরকারের ওপর ছেড়ে দিলে হবে না। কারণ সরকার এই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত চায় না, বিচার করতে চায় না। কারণ তাহলে তাদের 'থলের বিড়াল' বের হয়ে আসবে। 

নুর আরও বলেন, নাসিরনগরের মন্দির ভাঙচুর-অগ্নিসংযোগে জড়িত তিনজনকে স্থানীয় নির্বাচনে নৌকা প্রতীক দেওয়া হয়েছিল। এর মাধ্যমে আমরা বুঝতে পারি সরকার এই অপশক্তিকে প্রশ্রয় দিচ্ছে। সাম্প্রদায়িক হামলার একটি ঘটনারও বিচার হচ্ছে না। একটি ঘটনারও তদন্ত হচ্ছে না।   

এ সময় তিনি যে সমস্ত মন্দির ভাঙচুর করা হয়েছে ওই সব মন্দির সরকারি খরচে নির্মাণের দাবি জানান। এ ছাড়া যারা যতটুকু পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন তার দ্বিগুণ পরিমাণ সহযোগিতা করারও দাবি জানান। 

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে