হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে পানির ট্যাংকি থেকে ছাদে পরে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর সবুজবাগ পূর্ব বাসাবো একটি বাসার পানির ট্যাংকি থেকে চার তলার ছাদে পড়ে হাবিবুর রহমান (৫৭) নামের এক ব্যবসায়ী মারা গেছে। গতকাল সোমবার দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়। 

মৃত হাবিবুর রহমানের ছেলে সাঈফ আল মোহায়মিন জানান, তাঁরা পূর্ব বাসাবো কদমতলা ৬৪ /বি নিজের চারতলা বাড়ির ২য় তলায় থাকেন। গতকাল রাতে বাসার এক ভাড়াটিয়ার পানির সমস্যা হচ্ছিল। তার বাবা চার তলার ছাদের উপড়ে মই দিয়ে পানির ট্যাংকি চেক করতে যায়। সেখান থেকে চারতলার ছাদে পরে মাথায় গুরুতর আঘাত পায়। পরে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যায়। 

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, গত রাতে নিজ বাসার চারতলার ছাদে পানির ট্যাংকির মই থেকে ছাদে পড়ে আহত হয়। পরে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন