হোম > সারা দেশ > ঢাকা

বাজার করে বাড়ি ফেরা হলো না বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন আব্দুর রশীদের

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

বাজার করে বাড়ি ফেরা হলো না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন মো. আব্দুর রশিদের (৬৯)। বাড়ি ফেরার পথেই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তাঁর।

গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উত্তরা ৮ নম্বর সেক্টরের ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। 

রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

এসআই কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আব্দুর রশিদ উত্তরা ৮ নম্বর সেক্টরে ভাগনির সঙ্গে বসবাস করতেন। তাঁর পরিবার ও ছেলেমেয়ে কানাডায় রয়েছেন।’ 

এসআই কামরুল হাসান আরও বলেন, ‘আব্দুর রশিদ বাজার করতে গিয়েছিলেন। তাঁর সঙ্গে আমরা বাজারের ব্যাগ পেয়েছি। বাজারের ব্যাগে ফুলকপি ও লেবু ছিল। বাসায় ফেরার পথে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেন তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে ট্রেন সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।’ 

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে। তাঁর পরিবার যদি ময়নাতদন্ত ছাড়া মরদেহ গ্রহণের আবেদন করে, তাহলে পরিবারের কাছে মরদেহ দিয়ে দেওয়া হবে। অন্যথায় মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক