সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় পথচারী যুবক নিহত হয়েছেন। আজ রোববার সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের উপজেলার নিমতলা নামক এলাকার তালুকদার পেট্রোল পাম্পের বিপরীত পাশে এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে হাসাড়া হাইওয়ে থানার পুলিশ ওই লাশ উদ্ধার করে।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘আজ রোববার সকাল ৭টার দিকে খবর পেয়ে যুবকের লাশ উদ্ধার করা হয়। ধারণা করছি, কোনো গাড়ির ধাক্কায় এই পথচারীর মৃত্যু হয়েছে। লাশ হাসাড়া হাইওয়ে থানায় রয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’