হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সহকর্মীর ওপর গুলির প্রতিবাদে মানিকগঞ্জে উপজেলা চেয়ারম্যানদের সংবাদ সম্মেলন

মানিকগঞ্জ প্রতিনিধি

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খানের ওপর গুলি ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মানিকগঞ্জের উপজেলা চেয়ারম্যানরা। আজ সোমবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

‘উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশন’ মানিকগঞ্জ জেলা শাখা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসরাফিল হোসেন। উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফটো, সিঙ্গাইর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান, হরিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান ও দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম রানা।

শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদকে হত্যাচেষ্টার তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে। সেই সঙ্গে পৌরসভা মেয়র ও উপজেলা পরিষদের চেয়ারম্যানদের নিরাপত্তা জোরদারে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য গানম্যানের দাবি করেন তাঁরা। 

উল্লেখ্য, ২৫ ফেব্রুয়ারি ভোরে নিজ বাসভবনে নরসিংদীর জেলার শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির