হোম > সারা দেশ > ঢাকা

সখীপুরে শহীদ মিনারে বাঁশ রাখায় আওয়ামী লীগ নেত্রীর জরিমানা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বাঁশ রাখার দায়ে দশ হাজার টাকা জরিমানা গুনলেন মহিলা আওয়ামী লীগের সম্পাদক রওশন আরা রিতাসহ এক ডেকোরেটর মালিক। আজ সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলমের ভ্রাম্যমাণ আদালত তাদের এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে সখীপুর উপজেলা পরিষদে চত্বরে সাত দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়। গত শনিবার মেলাটি শেষ হয়। পরে মেলার স্টলে ব‍্যবহৃত বাঁশ খুলে শহীদ মিনারে রাখা হয়।

আজ মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন শহীদ মিনারে ফুল দিতে না পারায় বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম বৈশাখী মেলা উদ্যাপন কমিটির পরিচালক উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আরা রিতা ও ডেকোরেটরের মালিক ফেরদৌসকে দশ হাজার টাকা জরিমানা করেন।

এ বিষয়ে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আরা রিতা আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা মাঠে সাত দিনব্যাপী বৈশাখী মেলা শেষে শহীদ মিনারের কাছে মাঠে বাঁশগুলো রাখা হয়েছিল। কে বা কারা বাঁশ শহীদ মিনারে রেখেছে আমি জানি না।’

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম আজকের পত্রিকাকে বলেন, ‘শহীদ মিনারে মেলায় ব‍্যবহৃত বাঁশ রাখার অভিযোগে মেলা উদ্যাপন কমিটির পরিচালক ও ডেকোরেটরের মালিককে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন