হোম > সারা দেশ > ঢাকা

সখীপুরে শহীদ মিনারে বাঁশ রাখায় আওয়ামী লীগ নেত্রীর জরিমানা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বাঁশ রাখার দায়ে দশ হাজার টাকা জরিমানা গুনলেন মহিলা আওয়ামী লীগের সম্পাদক রওশন আরা রিতাসহ এক ডেকোরেটর মালিক। আজ সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলমের ভ্রাম্যমাণ আদালত তাদের এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে সখীপুর উপজেলা পরিষদে চত্বরে সাত দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়। গত শনিবার মেলাটি শেষ হয়। পরে মেলার স্টলে ব‍্যবহৃত বাঁশ খুলে শহীদ মিনারে রাখা হয়।

আজ মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন শহীদ মিনারে ফুল দিতে না পারায় বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম বৈশাখী মেলা উদ্যাপন কমিটির পরিচালক উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আরা রিতা ও ডেকোরেটরের মালিক ফেরদৌসকে দশ হাজার টাকা জরিমানা করেন।

এ বিষয়ে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আরা রিতা আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা মাঠে সাত দিনব্যাপী বৈশাখী মেলা শেষে শহীদ মিনারের কাছে মাঠে বাঁশগুলো রাখা হয়েছিল। কে বা কারা বাঁশ শহীদ মিনারে রেখেছে আমি জানি না।’

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম আজকের পত্রিকাকে বলেন, ‘শহীদ মিনারে মেলায় ব‍্যবহৃত বাঁশ রাখার অভিযোগে মেলা উদ্যাপন কমিটির পরিচালক ও ডেকোরেটরের মালিককে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব