হোম > সারা দেশ > ঢাকা

সখীপুরে শহীদ মিনারে বাঁশ রাখায় আওয়ামী লীগ নেত্রীর জরিমানা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বাঁশ রাখার দায়ে দশ হাজার টাকা জরিমানা গুনলেন মহিলা আওয়ামী লীগের সম্পাদক রওশন আরা রিতাসহ এক ডেকোরেটর মালিক। আজ সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলমের ভ্রাম্যমাণ আদালত তাদের এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে সখীপুর উপজেলা পরিষদে চত্বরে সাত দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়। গত শনিবার মেলাটি শেষ হয়। পরে মেলার স্টলে ব‍্যবহৃত বাঁশ খুলে শহীদ মিনারে রাখা হয়।

আজ মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন শহীদ মিনারে ফুল দিতে না পারায় বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম বৈশাখী মেলা উদ্যাপন কমিটির পরিচালক উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আরা রিতা ও ডেকোরেটরের মালিক ফেরদৌসকে দশ হাজার টাকা জরিমানা করেন।

এ বিষয়ে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আরা রিতা আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা মাঠে সাত দিনব্যাপী বৈশাখী মেলা শেষে শহীদ মিনারের কাছে মাঠে বাঁশগুলো রাখা হয়েছিল। কে বা কারা বাঁশ শহীদ মিনারে রেখেছে আমি জানি না।’

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম আজকের পত্রিকাকে বলেন, ‘শহীদ মিনারে মেলায় ব‍্যবহৃত বাঁশ রাখার অভিযোগে মেলা উদ্যাপন কমিটির পরিচালক ও ডেকোরেটরের মালিককে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার