হোম > সারা দেশ > ঢাকা

ফের ৪ দিনের রিমান্ডে সাবেক সিইসি নূরুল হুদা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদা। ফাইল ছবি

২০১৮ সালে বিতর্কিত নির্বাচন আয়োজন করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগে করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে ফের চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ এই আদেশ দেন বলে নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রফিকুল ইসলাম।

বিগত শেখ হাসিনা সরকারের আমলে বিতর্কিত তিন নির্বাচন আয়োজনের জন্য নূরুল হুদাসহ সাবেক তিন সিইসিসহ ২৪ জনের বিরুদ্ধে গত রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান।

সেদিনই সন্ধ্যার দিকে উত্তরার স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতার নেতৃত্বে একদল ব্যক্তি নূরুল হুদার বাড়িতে গিয়ে তাঁকে হেনস্তা করে পুলিশে সোপর্দ করেন। পরে বিএনপি নেতা সালাহ উদ্দিন খানের করা মামলায় সাবেক এই সিইসিকে গ্রেপ্তার দেখানো হয়।

পরদিন সোমবার নূরুল হুদাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে আজ দুপুরের দিকে তাঁকে আদালতে হাজির করানো হলে পুনরায় ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শামসুজ্জোহা সরকার।

সেই আবেদন বাতিল চেয়ে সাবেক সিইসির জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে নূরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ওই মামলার অন্যতম আসামি ২০২৪ সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়ালকে গত বুধবার গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট