হোম > সারা দেশ > ঢাকা

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে ইসি ভবনের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইসি ভবনে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে সেখানে বিজিবি সদস্যরা অবস্থান করেছেন। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিজিবির ঢাকা বিভাগের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রেদাওনুল ইসলাম। 

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির একটি শঙ্কা আছে। সে শঙ্কা থেকেই এখানে বিজিবি মোতায়েন করা হয়েছে। শুধু এই এলাকা নয়, মেট্রো পলিটনের সব কটি এলাকায় আমাদের প্লাটুন টহলরত অবস্থায় আছে।’ 

এর আগে বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম। তফসিল ঘোষণার জন্য সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। 

এর আগে নির্বাচন কমিশন ভবনে নিরাপত্তাব্যবস্থা দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ‘আন্দোলন যদি নিয়মতান্ত্রিক হয়, তাহলে সেই আন্দোলন যাতে সুন্দরভাবে হয়, পুলিশ এর নিরাপত্তা বিধান করবে। কিন্তু যদি কোনো নৈরাজ্য হয়, শান্তি-শৃঙ্খলা বিঘ্নকারী কোনো কিছু ঘটে, সেখানে পুলিশ অবশ্যই কঠোর অবস্থান নেবে।’ 

বেলা সোয়া ১টার দিকে নির্বাচন ভবনে তিনি নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করে সোয়া ২টার দিকে বেরিয়ে যান। 

ডিএমপি কমিশনার বলেন, ‘তফসিল ঘোষণা হবে। তাই সার্বিক নিরাপত্তাব্যবস্থা দেখার জন্য আমি এসেছিলাম।’ প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ‘তফসিল ঘিরে নির্বাচন কমিশন ও নগরবাসীর নিরাপত্তার জন্য যেসব কাজকর্ম পুলিশের পক্ষ থেকে করা দরকার; যেমন—সিকিউরিটি চেকআপ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা যেগুলো আছে, সেগুলো দেখা হচ্ছে।’ কমিশনার বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত করতে যা যা দরকার আমরা সব করব।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট