হোম > সারা দেশ > ঢাকা

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে ইসি ভবনের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইসি ভবনে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে সেখানে বিজিবি সদস্যরা অবস্থান করেছেন। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিজিবির ঢাকা বিভাগের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রেদাওনুল ইসলাম। 

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির একটি শঙ্কা আছে। সে শঙ্কা থেকেই এখানে বিজিবি মোতায়েন করা হয়েছে। শুধু এই এলাকা নয়, মেট্রো পলিটনের সব কটি এলাকায় আমাদের প্লাটুন টহলরত অবস্থায় আছে।’ 

এর আগে বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম। তফসিল ঘোষণার জন্য সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। 

এর আগে নির্বাচন কমিশন ভবনে নিরাপত্তাব্যবস্থা দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ‘আন্দোলন যদি নিয়মতান্ত্রিক হয়, তাহলে সেই আন্দোলন যাতে সুন্দরভাবে হয়, পুলিশ এর নিরাপত্তা বিধান করবে। কিন্তু যদি কোনো নৈরাজ্য হয়, শান্তি-শৃঙ্খলা বিঘ্নকারী কোনো কিছু ঘটে, সেখানে পুলিশ অবশ্যই কঠোর অবস্থান নেবে।’ 

বেলা সোয়া ১টার দিকে নির্বাচন ভবনে তিনি নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করে সোয়া ২টার দিকে বেরিয়ে যান। 

ডিএমপি কমিশনার বলেন, ‘তফসিল ঘোষণা হবে। তাই সার্বিক নিরাপত্তাব্যবস্থা দেখার জন্য আমি এসেছিলাম।’ প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ‘তফসিল ঘিরে নির্বাচন কমিশন ও নগরবাসীর নিরাপত্তার জন্য যেসব কাজকর্ম পুলিশের পক্ষ থেকে করা দরকার; যেমন—সিকিউরিটি চেকআপ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা যেগুলো আছে, সেগুলো দেখা হচ্ছে।’ কমিশনার বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত করতে যা যা দরকার আমরা সব করব।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন