হোম > সারা দেশ > ঢাকা

তুরাগে ভাঙারি দোকানে বিস্ফোরণ: একে একে মারা গেল ৮ জনই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় ভাঙারি দোকানে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শাহিন (২৫) মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় দগ্ধ আটজনই মারা গেলেন। শুক্রবার রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহিন। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন। তিনি বলেন, ‘শাহিনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে এই আগুনের ঘটনায় সাতজন মারা গিয়েছিলেন।’ 

মৃত শাহিনের ভাই আরিফুল ইসলাম জানান, তাঁদের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায়। বর্তমানে তুরাগের কামারপাড়া এলাকায় থাকতেন। 

এর আগে ৩২ শতাংশ দগ্ধ নিয়ে শনিবার (৬ আগস্ট) রাতে মারা যান মাজহারুল ইসলাম, ৭০ শতাংশ দগ্ধ নিয়ে আলম ও ৯৫ শতাংশ দগ্ধ নিয়ে নুর হোসেন। ৯৫ শতাংশ দগ্ধ নিয়ে রোববার (৭ আগস্ট) রাতে মারা যান মিজানুর রহমান এবং সোমবার (৮ আগস্ট) রাতে মারা যান মাসুম মিয়া, ৭৫ শতাংশ দগ্ধ নিয়ে আল-আমিন এবং ৮০ শতাংশ দগ্ধ নিয়ে মঙ্গলবার (৯ আগস্ট) রাতে মারা যান শফিকুল ইসলাম। 

গত শনিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তুরাগের কামারপাড়া রাজাবাড়ি এলাকায় ভাঙারি দোকান ও রিকশার গ্যারেজে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। 

বিস্ফোরণে আহতদের হাসপাতালে নিয়ে আসা শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি জানান, কামারপাড়া এলাকায় একই ছাউনির নিচে ব্যাটারিচালিত রিকশার গ্যারেজ ও ভাঙারির দোকান। সেই ভাঙারির দোকানে পরিত্যক্ত পারফিউমের কিছু বোতল কোনো কারণে আগুনের স্পর্শ এসে বিস্ফোরণ হয়। সেখান থেকে আগুনের ঘটনা ঘটে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু