হোম > সারা দেশ > ঢাকা

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি: ডিসি মহিদুল

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

ডিএমপির উত্তরখান থানায় বৃহস্পতিবার বিকেলে আলোচনা সভার আয়োজন করা হয়। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর বিভিন্ন এলাকায় সক্রিয় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম। তিনি বলেছেন, যেকোনো মূল্যে কিশোর গ্যাংয়ের তৎপরতা দমন করা হবে। এ জন্য সবার সহযোগিতা দরকার।

আজ বৃহস্পতিবার বিকেলে ডিএমপির উত্তরখান থানায় ‘ওপেন হাউস ডে’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহিদুল ইসলাম বলেন, ‘আমি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। যেকোনো মূল্যে এটি দমন করব। আমার মনে হয়, কিশোর গ্যাংয়ের উৎপাত আগের চেয়ে কমেছে।’

এ বিষয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আপনারা সহযোগিতা করলে দ্রুত সময়ের মধ্যে আমরা সব ধরনের অপরাধ দমন করতে পারব। তাই আপনাদের সহযোগিতা কামনা করছি।’

মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযানের বিষয়ে তিনি বলেন, ‘উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ থানা এলাকায় মাদকের ছড়াছড়ি। আমরা প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদেরকে ধরছি। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাই মিলে মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছি। মাদকের ইস্যুতে কোনো ধরনের তদবির চলবে না। আপনাদের কাছে তথ্য থাকলে আমাদের জানাবেন। প্রয়োজনে আমরা আপনাদের পরিচয় গোপন রাখব।’

এ সময় পুলিশকে সতর্ক করে দিয়ে মহিদুল বলেন, ‘পুলিশের কেউ যদি কোথাও অপরাধ করে, টাকা আদায় করে, সঙ্গে সঙ্গে আমাদের জানানো হলে আমি দ্রুত ব্যবস্থা নেব।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির দক্ষিণখান জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. আরিফুল ইসলাম।

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি