হোম > সারা দেশ > ঢাকা

আবদুল হামিদের দেশত্যাগের প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা যুব অধিকারের, পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে মিছিল নিয়ে যুব অধিকার। ছবি: আজকের পত্রিকা।

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছিলেন যুব অধিকার পরিষদের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে সচিবালয়ের দিকে মিছিল নিয়ে রওনা হন তাঁরা। সচিবালয়ের পথে পুলিশি বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা পুলিশি ব্যারিকেড ভেঙে সামনে এগোতে গেলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়।

বিক্ষোভে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান ও যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুনসহ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের ৯ মাস পর সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ রাতের আঁধারে দেশ ছেড়ে গেলেন—এটা দেশের জনগণের সঙ্গে ধোঁকা। আমরা জানতে চাই, তাঁকে কীভাবে বিদেশে যেতে দেওয়া হলো?’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে মিছিল নিয়ে যুব অধিকার। ছবি: আজকের পত্রিকা।

সূত্র জানায়, গতকাল বুধবার রাত ৩টা ৫ মিনিটে আবদুল হামিদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশে দেশত্যাগ করেন। রাত ১১টার দিকে তিনি বিমানবন্দরে পৌঁছান। এ সময় আবদুল হামিদের সঙ্গে ছিলেন তাঁর শ্যালক অধ্যাপক ডা. আ ন ম নৌশাদ খান।

এ ঘটনায় যুব অধিকার পরিষদ জানিয়েছে, তারা দেশের জনগণের জবাবদিহি নিশ্চিত করতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে।

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ