হোম > সারা দেশ > ঢাকা

ঢাকায় হাসপাতাল থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, মাদক সেবনের পর নেশাগ্রস্ত অবস্থায় ছাদ থেকে পড়ে গেছেন তিনি।

মৃত শাওনের (২০) বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায়। তাঁর বাবার নাম হারেস মিয়া।

শাওনের ভাই মো. শাহিন জানান, বর্তমানে তাঁরা কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকায় বাস করেন। শাওন ওই এলাকায় একটি পাঞ্জাবি কারখানায় কাজ করত।

মো. শাহিন বলেন, ‘রাতে বাড়িতে ছিল না শাওন। সকালে জানতে পারি, বড়গ্রাম এলাকায় একটি চারতলা বাসার নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে সে কীভাবে ছাদ থেকে পড়ে গেছে, তা আমরা জানি না।’

কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম বলেন, ‘শাওন ও তার বন্ধু রানা রাতে ওই বাসার চারতলায় ইয়াবা সেবন করছিল। ভোরে রানা চলে গেলেও শাওন যেতে পারেনি। ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।’

মাহবুব আলম আরও জানান, শাওনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন