হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে হেলিকপ্টার নিয়ে ছাত্রলীগ নেতার বিয়ে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে হেলিকপ্টার নিয়ে বিয়ে এটাই প্রথম। তাই উৎসুক মানুষের ভিড় জমে। আজ শুক্রবার বিকেলে হেলিকপ্টারে নববধূকে নিয়ে হাটুভাঙা বাজারের বংশাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে নামেন বর আব্দুল্লাহ বিন সিয়াম। তিনি আজগানা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও ড্যাফোডিল ইউনিভার্সিটির অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

পারিবারিক সূত্র জানায়, উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের হাবিবুর রহমান হবির একমাত্র ছেলে আব্দুল্লাহ বিন সিয়ামের বিয়েকে স্মরণীয় করতে পরিবারের আগে থেকেই পরিকল্পনা ছিল। সে অনুযায়ী হেলিকপ্টারে করে নববধূকে বাড়িতে আনার সিদ্ধান্ত হয়। আজ (শুক্রবার) উপজেলা লতিফপুর গ্রামের আলমাস মাস্টারের একমাত্র মেয়ে আফরিন আক্তারের সঙ্গে সিয়াম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 

বেলা আড়াইটার দিকে সিয়াম হেলিকপ্টারে করে কনের বাড়ি লতিফপুর ইউনিয়নের লতিফপুর একতা উচ্চ বিদ্যালয় মাঠে নামেন। বিবাহ অনুষ্ঠান শেষে নববধূসহ হেলিকপ্টারটি হাটুভাঙা বাজারের বংশাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে অবতরণ করে। এ সময় এলাকার উৎসুক জনতা নববধূ এবং হেলিকপ্টার দেখতে সেখানে ভিড় জমান। 

এ বিষয়ে জানতে চাইলে মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক আজকের পত্রিকাকে বলেন, ‘একমাত্র ছেলের বিয়েকে স্মরণীয় করে রাখতে পরিবারের পক্ষ থেকে হেলিকপ্টারে বিয়ের আয়োজন করা হয়েছে।’ 

লতিফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী হোসেন রনি আজকের পত্রিকাকে বলেন, ‘হেলিকপ্টারে বরযাত্রী আসার বিয়ে এই এলাকায় এটাই প্রথম। সে কারণে এলাকাবাসী এ বিয়ের অনুষ্ঠানটি উপভোগ করেছেন।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন