কুষ্টিয়ার মিরপুর থানার ওসি গোলাম মোস্তফার অফিশিয়াল মোবাইল নম্বর ক্লোন করে ইউপি নির্বাচনের প্রার্থীদের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে এবারের ইউপি নির্বাচনে অংশ নেওয়া কয়েকজন প্রার্থীকে ফোন দিয়ে টাকা দাবি করে একটি চক্র। এ ঘটনায় পুলিশ চক্রটিকে দ্রুত খুঁজে বের করতে কাজ করছে বলে জানিয়েছেন মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা।
গোলাম মোস্তফা বলেন, `আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কিছু দুষ্কৃতকারী আমার অফিশিয়াল মোবাইল নম্বর ক্লোন করে শুক্রবার সকাল থেকে বিভিন্ন প্রার্থীর কাছে অর্থ দাবি করছে। এমন ঘটনা প্রার্থীরা মোবাইল ফোনে জানালে আমি বিষয়টি জানতে পারি। এ বিষয়ে প্রার্থীদের সতর্ক থাকতে মোবাইলে ফোন করা হয়েছে। এ ছাড়া প্রত্যেককে সতর্ক করতে ‘OC Mirpur Kushtia’ নামের একটি ফেসবুক পেজ থেকে সতর্কতামূলক স্ট্যাটাস দেওয়া হয়েছে।
ওসি আরও জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। দ্রুত চক্রটিকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চক্রটি থেকে সতর্ক থাকতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।