হোম > সারা দেশ > ঢাকা

পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ, ডিসি নাজমুলসহ দুজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

হেফাজতে নিয়ে নির্যাতনের অভিযোগে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ডেপুটি কমিশনার মো. নাজমুল ইসলামসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এই মামলা দায়ের করেন ডা. জোবায়ের আহমেদ। মামলার অন্য আসামি হলেন ফারজানা সাকি। তিনি সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের বান্ধবী বলে সংশ্লিষ্ট আইনজীবী জানিয়েছেন।

বাদীর আইনজীবী ফারুক আহমেদ আজকের পত্রিকাকে জানান, বিচারক মো. জাকির হোসেন বাদীর জবানবন্দি গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা এ মামলার তদন্ত করবেন।

মামলার অভিযোগে বলা হয়, ডা. জোবায়ের আহমেদ ২০২০ সালের ১০ আগস্ট থেকে কুমিল্লার বড়ুরা থানায় নিজ প্রতিষ্ঠান ডা. জোবায়ের মেডিকেয়ার অ্যান্ড প্যাথলজি সেন্টারে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। ২০২২ সালের ৪ ডিসেম্বর বাদীকে দেখা করতে বলেন পুলিশ কর্মকর্তা নাজমুল ইসলাম। বাদী দেখা না করায় নাজমুল তাঁকে হুমকি দেন। পরে বাদী একই বছরের ১৫ ডিসেম্বর নাজমুল ইসলামের সঙ্গে তাঁর অফিসে দেখা করতে যান। সেখানে যাওয়ার পর দেখতে পান, ফারজানা সাকি আগে থেকেই সেখানে রয়েছেন। জোবায়ের আহমেদ তাঁকে ডেকে আনার কারণ জানতে চাইলে নাজমুল ইসলাম অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। তাঁকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। ফারজানা সাকি মারধরের দৃশ্য ভিডিও করেন।

নাজমুল ইসলাম ১৬ ডিসেম্বর বাদী জোবায়ের আহমেদকে ফোন করে মামলা দেওয়ার হুমকি দেন। ফারজানা ও পুলিশ কর্মকর্তা নাজমুল ইসলাম বাদীকে হয়রানি করেছেন বলে অভিযোগে বলা হয়েছে।

মামলার অভিযোগে আরও বলা হয়েছে, নাজমুল ইসলাম পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ায় প্রভাব খাটিয়ে ফারজানা খান নামে এক মহিলার মাধ্যমে জোবায়ের আহমেদের বিরুদ্ধে ভাটারা থানায় একটি মামলা দায়ের করান। ২০২৩ সালের ১৯ জানুয়ারি জোবায়ের আহমেদকে কুমিল্লা থেকে ঢাকায় ডেকে নিয়ে আসেন। এরপর ওই দিন ধানমন্ডির একটি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার হন তিনি। পরে তাঁকে হেফাজতে নিয়ে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়। পরে ডা. জোবায়েরকে রিমান্ড আবেদনসহ আদালতে হাজির করা হয়। আদালত রিমান্ড নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে ওই বছরের ৩ এপ্রিল জামিন পান ডা. জোবায়ের আহমেদ।

মামলার অভিযোগে বলা হয়, বাদী এত দিন মামলা করার সাহস পাননি। সরকার পরিবর্তন হওয়ার কারণে তিনি মামলা দায়ের করলেন।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক