হোম > সারা দেশ > ঢাকা

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক গবেষণাপত্র প্রকাশ করেছে সাইটসেভার্স 

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস ২০২১ উপলক্ষে ‘কারও স্বাস্থ্যই পিছিয়ে না রেখে’ শীর্ষক আয়োজিত সেমিনারে যুক্তরাজ্যভিত্তিক উন্নয়ন সংস্থা সাইটসেভার্স ‘সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা’ এবং ‘একীভূত চক্ষু স্বাস্থ্যসেবা’ বিষয়ক দুটি গবেষণাপত্র প্রকাশ করেছে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এবং যুক্তরাজ্যভিত্তিক উন্নয়ন সংস্থা সাইটসেভার্স ঢাকার একটি হোটেলে সেমিনারের আয়োজন করে। 

সাইটসেভার্স বাংলাদেশ অফিসের প্রজেক্ট ম্যানেজার-আই হেলথ মো. রফিকুল ইসলাম এবং প্রজেক্ট ম্যানেজার সৈয়দা আসমা রশিদা সেমিনারে মূল প্রবন্ধ যৌথভাবে উপস্থাপন করেন। প্রবন্ধে জানা যায়, সব মানুষ তাদের আর্থিক ও সামাজিক অবস্থা যা-ই হোক না কেন, চাহিদা অনুযায়ী মানসম্মত চিকিৎসাসেবা পাবে। সমতাই হলো সর্বজনীন স্বাস্থ্যসেবার প্রাণকেন্দ্র। যেখানে সব থেকে পিছিয়ে পড়া মানুষটিকেও স্বাস্থ্যসেবার আওতায় নিয়ে আসা হয়। আর পিছিয়ে পড়া মানুষের মধ্যে আছে প্রতিবন্ধী, নারী, শিশু, তরুণ-তরুণী, আদিবাসী জনগোষ্ঠী, এইডস আক্রান্ত রোগী এবং স্থানান্তরিত মানুষ। 

মেডিকেল শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসাইন বলেন, বর্তমানে আমরা সবাই একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। করোনা আমাদের অর্থনীতি, চিকিৎসাসেবা ও মানসিক স্বাস্থ্যের ওপর অভাবনীয় চাপ সৃষ্টি করেছে। কিন্তু একই সঙ্গে এই মহামারি একটি অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তাও আরও স্পষ্টভাবে আমাদের সামনে উন্মোচন করেছে। এই সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থাই আমাদের করোনা-পরবর্তী সময়ে আরও সুস্থ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম করবে, যা ভবিষ্যতে আমাদের এ ধরনের জরুরি অবস্থা মোকাবিলায় আরও সক্ষম ও দক্ষ করে গড়ে তুলবে। 

সাইটসেভার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারি বলেন, ২০১৭ সালে জাতিসংঘ থেকে ৭২/১৩৮ নম্বর রেজল্যুশনের মাধ্যমে ১২ ডিসেম্বরকে আন্তর্জাতিক সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। এ বছরের আন্তর্জাতিক সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবসের প্রতিপাদ্য হচ্ছে কারও স্বাস্থ্যই পেছনে রেখে নয়। আমরা প্রায়ই বলে থাকি, ‘স্বাস্থ্য সকল সুখের মূল’। তা নিশ্চিত করতে হলে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার বিকল্প নেই। 

সাইটসেভার্স বাংলাদেশ অফিসের ক্যাম্পেইন লিড ও অ্যাডভোকেসি অফিসার অয়ন দেবনাথ অনুষ্ঠানে সাইটসেভার্সের প্রকল্প থেকে ছানি অপারেশন করেছেন এমন প্রতিবন্ধী ব্যক্তিরা তাঁদের স্বাস্থ্যসেবা লাভের এবং সমস্যার কথা প্রকাশ করেন। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণায়ের মেডিকেল শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসাইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাইটসেভার্স বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারির সভাপতিত্বে বক্তব্য রাখেন অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ড. মুনীর আহমেদ, ভিশন স্প্রিংয়ের কান্ট্রি ডিরেক্টর আফতাব ওপেল ও সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান। 

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব