হোম > সারা দেশ > ঢাকা

মাদকবিরোধী অভিযানে আহত র‍্যাব সদস্যের অবস্থা ‘স্থিতিশীল’ 

ঢামেক প্রতিবেদক

বান্দরবানের ঘুমধুম সীমান্তে মাদকবিরোধী অভিযানের সময় হামলায় আহত র‍্যাব সদস্য সোহেল বড়ুয়াকে (২৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে মাথায় অস্ত্রোপচারের পর তাঁর অবস্থা স্থিতিশীল আছে বলে চিকিৎসক জানিয়েছেন।

হাসপাতালে তাঁর খালাতো ভাই অশোক বড়ুয়া জানান, তাঁর বাড়ি চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায়। বাবার নাম রাখাল বড়ুয়া। তিনি পুলিশ সদস্য। বর্তমানে র‍্যাবে কর্মরত রয়েছেন। রাত আনুমানিক ৩টার দিকে তাঁকে ঢাকা মেডিকেলে আনা হয়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. ফজলে এলাহী (মিলাদ) বলেন, ‘তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ভোরেই তাঁর মাথায় অস্ত্রোপচার হয়েছে। মাথায় জমে থাকা রক্ত বের করে দেওয়া হয়েছে। বর্তমানে তাঁকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে। এখন অবস্থা স্থিতিশীল আছে।’ 

এর আগে গতকাল সোমবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে র‍্যাব ও ডিজিএফআই মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করে। মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ডিজিএফআইয়ের এক কর্মকর্তা নিহত হন এবং র‍্যাব সদস্য সোহেল বড়ুয়া আহত হন। 

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে