হোম > সারা দেশ > ঢাকা

মাদকবিরোধী অভিযানে আহত র‍্যাব সদস্যের অবস্থা ‘স্থিতিশীল’ 

ঢামেক প্রতিবেদক

বান্দরবানের ঘুমধুম সীমান্তে মাদকবিরোধী অভিযানের সময় হামলায় আহত র‍্যাব সদস্য সোহেল বড়ুয়াকে (২৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে মাথায় অস্ত্রোপচারের পর তাঁর অবস্থা স্থিতিশীল আছে বলে চিকিৎসক জানিয়েছেন।

হাসপাতালে তাঁর খালাতো ভাই অশোক বড়ুয়া জানান, তাঁর বাড়ি চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায়। বাবার নাম রাখাল বড়ুয়া। তিনি পুলিশ সদস্য। বর্তমানে র‍্যাবে কর্মরত রয়েছেন। রাত আনুমানিক ৩টার দিকে তাঁকে ঢাকা মেডিকেলে আনা হয়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. ফজলে এলাহী (মিলাদ) বলেন, ‘তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ভোরেই তাঁর মাথায় অস্ত্রোপচার হয়েছে। মাথায় জমে থাকা রক্ত বের করে দেওয়া হয়েছে। বর্তমানে তাঁকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে। এখন অবস্থা স্থিতিশীল আছে।’ 

এর আগে গতকাল সোমবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে র‍্যাব ও ডিজিএফআই মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করে। মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ডিজিএফআইয়ের এক কর্মকর্তা নিহত হন এবং র‍্যাব সদস্য সোহেল বড়ুয়া আহত হন। 

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা