হোম > সারা দেশ > ঢাকা

মাদকবিরোধী অভিযানে আহত র‍্যাব সদস্যের অবস্থা ‘স্থিতিশীল’ 

ঢামেক প্রতিবেদক

বান্দরবানের ঘুমধুম সীমান্তে মাদকবিরোধী অভিযানের সময় হামলায় আহত র‍্যাব সদস্য সোহেল বড়ুয়াকে (২৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে মাথায় অস্ত্রোপচারের পর তাঁর অবস্থা স্থিতিশীল আছে বলে চিকিৎসক জানিয়েছেন।

হাসপাতালে তাঁর খালাতো ভাই অশোক বড়ুয়া জানান, তাঁর বাড়ি চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায়। বাবার নাম রাখাল বড়ুয়া। তিনি পুলিশ সদস্য। বর্তমানে র‍্যাবে কর্মরত রয়েছেন। রাত আনুমানিক ৩টার দিকে তাঁকে ঢাকা মেডিকেলে আনা হয়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. ফজলে এলাহী (মিলাদ) বলেন, ‘তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ভোরেই তাঁর মাথায় অস্ত্রোপচার হয়েছে। মাথায় জমে থাকা রক্ত বের করে দেওয়া হয়েছে। বর্তমানে তাঁকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে। এখন অবস্থা স্থিতিশীল আছে।’ 

এর আগে গতকাল সোমবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে র‍্যাব ও ডিজিএফআই মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করে। মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ডিজিএফআইয়ের এক কর্মকর্তা নিহত হন এবং র‍্যাব সদস্য সোহেল বড়ুয়া আহত হন। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট