হোম > সারা দেশ > ঢাকা

মাদকবিরোধী অভিযানে আহত র‍্যাব সদস্যের অবস্থা ‘স্থিতিশীল’ 

ঢামেক প্রতিবেদক

বান্দরবানের ঘুমধুম সীমান্তে মাদকবিরোধী অভিযানের সময় হামলায় আহত র‍্যাব সদস্য সোহেল বড়ুয়াকে (২৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে মাথায় অস্ত্রোপচারের পর তাঁর অবস্থা স্থিতিশীল আছে বলে চিকিৎসক জানিয়েছেন।

হাসপাতালে তাঁর খালাতো ভাই অশোক বড়ুয়া জানান, তাঁর বাড়ি চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায়। বাবার নাম রাখাল বড়ুয়া। তিনি পুলিশ সদস্য। বর্তমানে র‍্যাবে কর্মরত রয়েছেন। রাত আনুমানিক ৩টার দিকে তাঁকে ঢাকা মেডিকেলে আনা হয়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. ফজলে এলাহী (মিলাদ) বলেন, ‘তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ভোরেই তাঁর মাথায় অস্ত্রোপচার হয়েছে। মাথায় জমে থাকা রক্ত বের করে দেওয়া হয়েছে। বর্তমানে তাঁকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে। এখন অবস্থা স্থিতিশীল আছে।’ 

এর আগে গতকাল সোমবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে র‍্যাব ও ডিজিএফআই মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করে। মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ডিজিএফআইয়ের এক কর্মকর্তা নিহত হন এবং র‍্যাব সদস্য সোহেল বড়ুয়া আহত হন। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির