হোম > সারা দেশ > ঢাকা

ক্যানসারে আক্রান্ত হয়ে জবি শিক্ষার্থীর মৃত্যু

জবি প্রতিনিধি

কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাঁর নাম আহম্মদ আলী। তিনি ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। আজ সোমবার সকাল ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

আহম্মদ আলীর সহপাঠীরা জানান, আহম্মদ আলী খুবই ভালো মানুষ ছিলেন। কারও সঙ্গে কখনো তার খারাপ সম্পর্ক ছিল না। দীর্ঘদিন ধরে সে অসুস্থ ছিল। 

বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, ‘আহম্মদ আলীর মৃত্যুতে আমরা শোকাহত। তার মৃত্যুর খবর শুনে প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না। মৃত্যুর খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেছি। আমাদের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীরা তার বাসায় গেছে ও তার পরিবারের পাশে আছে। আহম্মদ আলীর আত্মার শান্তি কামনা করছি। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।’ 

বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, ‘আহম্মদ আলী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় আমরা তার পাশে ছিলাম। তার এই মৃত্যু মেনে নেওয়া যায় না। আমরা তার পরিবারের পাশে দাঁড়াব।’ 

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯