হোম > সারা দেশ > ঢাকা

কারারক্ষীর মোজায় মিলল ২০০ ইয়াবা, সাময়িক বরখাস্ত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে (পার্ট ২) ঢোকার সময় এক কারারক্ষীর দেহ তল্লাশি করে মোজার ভেতর থেকে ২০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরের এ ঘটনায় ওই কারারক্ষীকে আটক করার পাশাপাশি সাময়িক বরখাস্ত করা হয়েছে। তা ছাড়া তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে কারা কর্তৃপক্ষ।

আটক কারারক্ষীর নাম মো. মতিউর রহমান। তাঁর বাড়ি ঢাকার ধামরাই এলাকায়। বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম।

সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম বলেন, কারারক্ষী মতিউর রহমান আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে কারাগারে প্রবেশ করছিলেন। এ সময় তাঁর চলাফেরা দেখে অন্য কারারক্ষীদের সন্দেহ হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে পায়ের মোজার ভেতর একটি পুঁটলিতে ৯৮টি এবং আরেকটি পুঁটলি থেকে ১০২টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কারারক্ষী মতিউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

জেল সুপার আরও বলেন, ‘আমরা কারাগারে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এ কারণে তাঁর বিরুদ্ধে থানায় ফৌজদারি মামলাও করা হবে।’

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস