হোম > সারা দেশ > ঢাকা

কারারক্ষীর মোজায় মিলল ২০০ ইয়াবা, সাময়িক বরখাস্ত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে (পার্ট ২) ঢোকার সময় এক কারারক্ষীর দেহ তল্লাশি করে মোজার ভেতর থেকে ২০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরের এ ঘটনায় ওই কারারক্ষীকে আটক করার পাশাপাশি সাময়িক বরখাস্ত করা হয়েছে। তা ছাড়া তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে কারা কর্তৃপক্ষ।

আটক কারারক্ষীর নাম মো. মতিউর রহমান। তাঁর বাড়ি ঢাকার ধামরাই এলাকায়। বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম।

সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম বলেন, কারারক্ষী মতিউর রহমান আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে কারাগারে প্রবেশ করছিলেন। এ সময় তাঁর চলাফেরা দেখে অন্য কারারক্ষীদের সন্দেহ হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে পায়ের মোজার ভেতর একটি পুঁটলিতে ৯৮টি এবং আরেকটি পুঁটলি থেকে ১০২টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কারারক্ষী মতিউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

জেল সুপার আরও বলেন, ‘আমরা কারাগারে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এ কারণে তাঁর বিরুদ্ধে থানায় ফৌজদারি মামলাও করা হবে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট