হোম > সারা দেশ > ঢাকা

বাউলশিল্পী রিতা দেওয়ানের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক

পালাগানে আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বাউলশিল্পী রিতা দেওয়ানসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস-সামছ জগলুল হোসেন অভিযোগ গঠন করেন।

বাকি দুই আসামি হলেন মো. শাহজাহান ও ইকবাল হোসেন। অভিযোগ গঠনের মধ্য দিয়ে তিনজনের বিরুদ্ধে মামলার বিচার শুরু হলো। ট্রাইব্যুনাল একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৭ জানুয়ারি দিন ধার্য করেছেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। 

পালাগানের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ২০২০ সালের ২ ফেব্রুয়ারি সাইবার ট্রাইব্যুনালে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. ইমরুল হাসান ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা করেন। ট্রাইব্যুনাল পিটিআইকে তদন্তের নির্দেশ দেন। একই বছরের ২৯ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশ পরিদর্শক মিজানুর রহমান রিতা দেওয়ানসহ তিনজনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরে ট্রাইব্যুনাল রিতা দেওয়ানসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন। 

মামলার অভিযোগে বলা হয়, ২০২০ সালের ৩১ জানুয়ারি ফেসবুক ও ইউটিউবে দেখতে পান, রিতা দেওয়ান একটি পালাগানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে মহান আল্লাহ তায়ালাকে নিয়ে চরম ধৃষ্টতা, অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্মীয় বিশ্বাস নষ্ট করার অভিপ্রায়ে স্বেচ্ছায়, স্বজ্ঞানে, বিদ্বেষাত্মকভাবে উচ্চ স্বরে এমন আচরণ করেছেন, যা বাদীসহ অন্যদের অনুভূতিতে আঘাত করেছে। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন