হোম > সারা দেশ > ঢাকা

সাভারে তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি

বাবা দিনমজুর ও মা মানুষের বাসায় কাজ করে। তাই ৫ বছরের শিশু সাকিবকে ঘরে রেখেই কাজে যান তাঁরা। কিন্তু হঠাৎই ঘরে আগুন লেগে যায়, আর এতে ঘরের ভেতরেই আগুনে পুড়ে মারা যায় শিশুটি। খবর পেয়ে ফায়ার সার্ভিস শিশুর দগ্ধ মরদেহ উদ্ধার করে। 

আজ রোববার দুপুর ১২টার দিকে ঢাকার আশুলিয়ার পানধোয়া এলাকায় শামসুন্নাহারের মালিকানাধীন টিনশেড বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আগুনে ছড়িয়ে পড়ে প্রায় ৪টি কক্ষে। 

মৃত শিশুটির বাবার নাম নিজামউদ্দিন। তারা ওই এলাকারই স্থানীয় বাসিন্দা। শামসুন্নাহারের বাসায় ভাড়া থাকত। 

ফায়ার সার্ভিস জানায়, যে ঘরে শিশুটি ছিল, সেই ঘরের সবকিছুই আগুনে পুড়ে গেছে। আশপাশের কক্ষে আগুন ছড়িয়ে পড়লেও সব পুড়ে যায়নি, কিছু কিছু জিনিস বের করতে পেরেছে। 

জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, ‘শিশুকে তালাবদ্ধ রেখে কাজে যেতেন বাবা-মা। আজ সেই ঘর থেকেই আগুনের সূত্রপাত। এক প্রতিবেশীর কাছে সাকিবদের ঘরের চাবি ছিল, আগুন ছড়িয়ে পড়লে তারা ঘর খুলে শিশুটিকে বের করার চেষ্টা করলেও আগুনের তীব্রতায় বের করতে পারেনি। পরে আমরা গিয়ে আগুন নেভাই ও শিশুটির পুড়ে যাওয়া লাশ উদ্ধার করি।’ 

অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘শিশুটি আগুন নিয়ে খেলছিল নাকি শর্টসার্কিট হয়েছে তা আপাতত বলতে পারছি না। তবে প্রাথমিকভাবে শর্টসার্কিটের কথাই সন্দেহ করছি।’ 

স্থানীয় পাথালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোজাফফর হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারটি অনেক দরিদ্র। তারা এই এলাকার স্থানীয় বাসিন্দা হলেও নিজেদের কোনো বাড়ি নেই। শিশুটির শরীরের প্রায় ৪ ভাগের ৩ ভাগ অংশ পুড়ে গেছে। 

আশুলিয়া থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) নূর আলম মিয়া বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। শিশুটির লাশ ফায়ার সার্ভিস উদ্ধার করে আমাদের কাছে দিয়েছে। ঘরের সবকিছুই পুড়ে একেবারে ছাই। লাশের কিছু অংশ পাওয়া গেছে।’

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

শরীয়তপুরে ব্যবসায়ীর শরীরে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৩

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি

পেঁপে ভাজি খাইয়ে অজ্ঞান করে বাসায় চুরি, রাজধানীতে গৃহকর্মীসহ গ্রেপ্তার ২

মোবাইল ব্যবসায়ীদের লাঠিপেটা করে সড়ক থেকে সরিয়ে দিল পুলিশ