হোম > সারা দেশ > ঢাকা

রিকশাচালকেরাও সরু চাল খেতে চায়: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের রিকশাচালকেরাও সরু চাল খেতে চায় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ‘মানুষের মধ্যে সরু চাল খাওয়ার প্রবণতা বেড়েছে। রিকশাচালকেরাও সরু চাল খেতে চায়। অনেক করপোরেট কোম্পানি বাজার থেকে সরু চাল কিনে প্যাকেটজাত করে বেশি দামে বিক্রি করে।’ 

আজ বুধবার রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন ২০২২-এর দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। 

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আগামীকাল থেকে উপজেলা পর্যায়ে ১ হাজার ৭৬০ জন ডিলারের মাধ্যমে ওএমএস চাল ও আটা বিতরণ করা হবে। বর্তমানে দেশে চালের মজুদ যে কোনো সময়ের চেয়ে বেশি। চাল নিয়ে দেশে কোনো হাহাকার নেই। আগে গরু ভারত থেকে আসত, দেশে তেমন খামার ছিল না। এখন দেশের খামারগুলোতে অনেক গরু উৎপাদন হয়। অনেক খামারি গরুকে মোটা চাল খাওয়ায়। এতে চালের চাহিদা বেড়েছে। এ ছাড়া আন্তর্জাতিক বাজারে চাল ও গমের দাম বৃদ্ধি পেয়েছে।’ 

ভারত থেকে চাল আমদানিতেও খরচ বেড়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘ভারত থেকে মিনিকেট চাল আনার জন্য অর্ডার দিলেও চাল এসেছে খুবই কম। সেখানে প্রতি কেজিতে ৮ থেকে ৯ টাকা দাম বেড়েছে। এ ছাড়া চাল আমদানির জন্য শিপের ভাড়াও চার পাঁচ গুণ বেড়েছে।’ 

চালের অবৈধ মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘ওএমএসের পণ্য যাতে সঠিকভাবে বিতরণ করা হয়, এই জন্য জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছি। কোনো মজুতদার  যাতে অবৈধভাবে চাল মজুদ করতে না পারে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরু চাল শুল্কমুক্ত করে আমদানি করার জন্য প্রধানমন্ত্রীকে অবহিত করেছি।’ 

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক