হোম > সারা দেশ > ঢাকা

ই-কমার্স প্রতারণা: গ্রেপ্তার হলেন ২৪ টিকিট ডটকমের রাকিবুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ২৪ টিকিট ডটকমের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার আসামি রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রতিষ্ঠানটির মালিক আব্দুর রাজ্জাকের ছোট ভাই। সোমবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

সিআইডির বিশেষ পুলিশ সুপার এস এম আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, 'আব্দুর রাজ্জাক ২৪ টিকিট ডটকমের মালিক। তবে প্রতিষ্ঠানটির প্রতারণার মূলহোতা ছিলেন তাঁর ছোট ভাই রাকিবুল হাসান। ২৪ টিকিটের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় রাকিবুল তিন নম্বর আসামি। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হবে।' 

পুলিশ জানিয়েছে, যাত্রা শুরুর পর থেকেই ‘২৪ টিকিট ডটকম’ গ্রাহক টানতে অস্বাভাবিক মূল্যছাড়ের অফার দেওয়া শুরু করে। স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ নানা উৎসবকে কেন্দ্র করে মূল্য ছাড়ের পাশাপাশি বিনা মূল্যের টিকিটের অফারও তারা দেয়। এয়ারলাইনস থেকে ৭ শতাংশ হারে কমিশন পেলেও এজেন্সিগুলোকে কাছে টানতে তাদের কমিশন দেয় ১২ শতাংশ পর্যন্ত। বাড়তি লাভের আশায় অনেক ট্রাভেল এজেন্সি যুক্ত হয় এ প্রতিষ্ঠানে। ট্রাভেল এজেন্সির কাছ থেকে টাকা নিয়ে এপ্রিলের মাঝামাঝিতে হঠাৎ করে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়। অনেকে মহাখালী ডিওএইচএস-এ গিয়ে প্রতিষ্ঠানটির অফিসে তালা ঝুলতে দেখে। প্রতিষ্ঠানটির মালিক আব্দুর রাজ্জাকের ফোন নম্বর বন্ধ পেয়ে একজন গ্রাহক কাফরুল থানায় মামলা করেন। 

জানা গেছে, কাফরুল থানায় কমপক্ষে ২০ জন ভুক্তভোগী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জিডি করেছে। কাফরুল থানায় জিডি করা আইকন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিক মো. ইব্রাহিম বলেন, 'আব্দুর রাজ্জাকের ঢাকা ও গ্রামের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর কাছে এক লাখ টাকা পাওনা রয়েছে।' 

উল্লেখ্য, ২০১৯ সালের মে যাত্রা শুরু করে অনলাইন টিকেটিং এজেন্সি ২৪ টিকিট ডটকম (www.24 tkt. com)। রাজধানীর মহাখালী ডিওএইচএস-এ প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এএইচএম শফিকুজ্জামান।    

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট