হোম > সারা দেশ > ঢাকা

পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ ইঞ্জিনিয়ারিং কলেজশিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিক্ষা ভবন অভিমুখে যাত্রা করলে পুলিশের লাঠিচার্জ ও ধাওয়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি কাঠামো বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) মডেলের আদলে স্বাতন্ত্র্য নিশ্চিত করার এক দফা দাবিতে আন্দোলন করছে ইঞ্জিনিয়ারিং কলেজশিক্ষার্থীরা। আজ সোমবার শিক্ষা ভবন অভিমুখে যাত্রা করলে পুলিশের বাধার মুখে পড়েন তাঁরা। ধাওয়া ও লাঠিপেটায় ছত্রভঙ্গ করে দেওয়া হয় তাঁদের।

দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এর আগে বেলা ২টার দিকে তাঁরা শিক্ষা ভবনের সামনে আমরণ অনশনে বসার ঘোষণা দেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষা ভবন নয়, প্রেসক্লাবের সামনে অথবা শহীদ মিনারে তাঁরা শান্তিপূর্ণ অবস্থান করতে পারবেন। নির্দেশনা অমান্য করে শিক্ষা ভবনের দিকে রওনা হলে পুলিশ প্রথমে বাধা দেয়, পরে ছত্রভঙ্গ করার জন্য মৃদু লাঠিপেটা ও ধাওয়া দেওয়া হয়।

শিক্ষা ভবন অভিমুখে যাত্রা করলে পুলিশের লাঠিচার্জ ও ধাওয়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী কামরুল হাসান বলেন, গতকাল থেকে তাঁরা এখানে অবস্থান করছেন। তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ অনশন কর্মসূচি পালন করতে শিক্ষা ভবনের দিকে যাচ্ছিলাম। তখন পুলিশ আমাদের ওপর লাঠিপেটা করে। আমাদের অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। আমি নিজেও আহত হয়েছি।’

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম সাংবাদিকদের বলেন, ‘ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ভবন ঘেরাও করার ঘোষণা করে যাত্রা করেন। আমরা তাঁদের শহীদ মিনার অথবা প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের অনুরোধ করি। তাঁরা তাঁদের দাবিতে অনড় থেকে শিক্ষা ভবনের দিকে রওনা হলে পুলিশ ছত্রভঙ্গ করতে মৃদু লাঠিপেটা করে এবং ধাওয়া দেয়।’

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন