হোম > সারা দেশ > ঢাকা

সিভিল সার্ভিসে যোগ দেওয়া ১৫ দুদক কর্মকর্তাকে ডুসার সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্নীতি দমন কমিশন থেকে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেওয়া ১৫ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দিয়েছে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন (ডুসা)। গতকাল বুধবার দুদকের প্রধান কার্যালয়ে তাঁদের আনুষ্ঠানিক বিদায় দেওয়া হয়। 

জানা যায়, দুদকের ২০২২ সালের ব্যাচে যোগ দেওয়া ১৫ জন সহকারী ও উপসহকারী পদমর্যাদার কর্মকর্তা ৪১তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে যোগ দেন। 

এ উপলক্ষে বিদায় অনুষ্ঠানের আয়োজন করে ডুসা। 

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুসার সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম পলেন ও সিনিয়র সহসভাপতি কামরুজ্জামানসহ ডুসার অন্যান্য দুদক কর্মকর্তা। এ সময় গেজেটপ্রাপ্ত কর্মকর্তাদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। 

বিদায়ী কর্মকর্তাদের উদ্দেশে ডুসার সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম বলেন, নবীন ক্যাডার কর্মকর্তারা তাদের সততা, পেশাদরিত্ব, নিষ্ঠা, দক্ষতা, নিরপেক্ষতা, ত্যাগ, বীরত্ব, দেশপ্রেম ও মানবীয় মূল্যবোধ নিয়েই জনগণের সেবা করবেন। 

এ ছাড়া অনুষ্ঠানের সভাপতি হিসেবে ডুসার সিনিয়র সহসভাপতি জনাব কামরুজ্জামান বলেন, নবীন কর্মকর্তারা দুদকে থাকাকালীন অর্জিত জ্ঞান ভবিষ্যৎ কর্মজীবনে কাজে লাগিয়ে দেশ ও দশের কল্যাণে কাজ করবেন। পরিশেষে ডুসার পক্ষ থেকে তাদের ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন