হোম > সারা দেশ > ঢাকা

মাউশির চার নিয়োগের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) চার ক্যাটাগরির পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পদগুলো হলো-বুক সর্টার, নিরাপত্তা প্রহরী, মালী, ও পরিচ্ছন্নতাকর্মী। রোববার মাউশির ওয়েবসাইটে পদগুলোর ফলাফল প্রকাশ করা হয়।

মাউশির পরিচালক (প্রশাসন ও কলেজ) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত ফলাফলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

গত বছরের ২০ মার্চ বুক সর্টার, নিরাপত্তা প্রহরী, মালী, ও পরিচ্ছন্নতাকর্মী পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে হিসেবে পরীক্ষা নেওয়ার ১ বছর ৬ মাস পর ফলাফল প্রকাশ করা হলো।

মাউশি স্কুল-কলেজ ও অফিসে ২৪টি পদে ৪ হাজার ৩২ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের লক্ষ্যে ২০২০ সালের ২২ অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। চারটি ধাপে নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়ার পর পঞ্চম ধাপের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। পঞ্চম ধাপে গত ১৩ মে ৫১৩ জন অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে নিয়োগের জন্য ঢাকা মহানগরের ৬১ কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব পদে নিয়োগের জন্য ১ লাখ ৭৯ হাজার ২৯৪ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেন। সে সময় রাজধানীর একাধিক পরীক্ষা কেন্দ্রে প্রার্থীর কাছে উত্তর সরবরাহ করার প্রমাণ পায় গোয়েন্দা পুলিশ। প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে মাউশির দুজন কর্মকর্তা ও তিনজন কর্মচারীকে আটক করা হয়।

মাউশির নিয়োগ পরীক্ষার ষষ্ঠ ধাপ চলতি বছরের ৩ জুন হওয়ার কথা ছিল। এই ধাপে হিসাব সহকারীর ১০৬টি পদে প্রার্থীসংখ্যা ৭৩ হাজারের বেশি। কিন্তু পঞ্চম ধাপের প্রশ্ন ফাঁস হওয়ার পর শেষ ধাপের পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন