হোম > সারা দেশ > ঢাকা

মাউশির চার নিয়োগের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) চার ক্যাটাগরির পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পদগুলো হলো-বুক সর্টার, নিরাপত্তা প্রহরী, মালী, ও পরিচ্ছন্নতাকর্মী। রোববার মাউশির ওয়েবসাইটে পদগুলোর ফলাফল প্রকাশ করা হয়।

মাউশির পরিচালক (প্রশাসন ও কলেজ) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত ফলাফলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

গত বছরের ২০ মার্চ বুক সর্টার, নিরাপত্তা প্রহরী, মালী, ও পরিচ্ছন্নতাকর্মী পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে হিসেবে পরীক্ষা নেওয়ার ১ বছর ৬ মাস পর ফলাফল প্রকাশ করা হলো।

মাউশি স্কুল-কলেজ ও অফিসে ২৪টি পদে ৪ হাজার ৩২ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের লক্ষ্যে ২০২০ সালের ২২ অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। চারটি ধাপে নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়ার পর পঞ্চম ধাপের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। পঞ্চম ধাপে গত ১৩ মে ৫১৩ জন অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে নিয়োগের জন্য ঢাকা মহানগরের ৬১ কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব পদে নিয়োগের জন্য ১ লাখ ৭৯ হাজার ২৯৪ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেন। সে সময় রাজধানীর একাধিক পরীক্ষা কেন্দ্রে প্রার্থীর কাছে উত্তর সরবরাহ করার প্রমাণ পায় গোয়েন্দা পুলিশ। প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে মাউশির দুজন কর্মকর্তা ও তিনজন কর্মচারীকে আটক করা হয়।

মাউশির নিয়োগ পরীক্ষার ষষ্ঠ ধাপ চলতি বছরের ৩ জুন হওয়ার কথা ছিল। এই ধাপে হিসাব সহকারীর ১০৬টি পদে প্রার্থীসংখ্যা ৭৩ হাজারের বেশি। কিন্তু পঞ্চম ধাপের প্রশ্ন ফাঁস হওয়ার পর শেষ ধাপের পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

‘ছোট ভাই প্রটেকশন বাড়াও’— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত