হোম > সারা দেশ > ঢাকা

‘মিছিলের প্রস্তুতিকালে’ ছাত্রদলের সাবেক সভাপতি খোকন আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিছিলের প্রস্তুতিকালে ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনকে আটক করেছে রাজধানীর হাতিরঝিল থানা-পুলিশ। 

মঙ্গলবার (২৮) রাত সাড়ে ৮টার দিকে মগবাজারের ওয়্যারলেস এলাকায় কয়েকজন নিয়ে একটি মিছিলের প্রস্তুতি নিচ্ছিল তখন থেকে তাকে আটক করা হয়।

হাতিরঝিল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আওলাদ হোসেন বলেন, ছাত্রদল নেতা–কর্মীরা বুধবারের অবরোধ কর্মসূচির সমর্থনে একটি মিছিল বের করার প্রস্তুতি নিয়েছিল। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। তখন পুলিশ দেখে নেতা–কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

ঘটনাস্থল থেকে পালানোর সময় স্থানীয় জনতার সহায়তায় পুলিশ খোকনকে আটক করে। তাঁর বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে বলে জানিয়েছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

তবে সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকনকে ছাত্রলীগ নেতা–কর্মীরা পুলিশে ধরিয়ে দিয়েছে।  

ছাত্রদলের দাবি, মঙ্গলবার রাতে ফজলুর রহমান খোকন হাতিরঝিল এলাকার একটি দোকানে বন্ধুকে নিয়ে চা খাওয়ার সময়ে ছাত্রলীগের স্থানীয় নেতা–কর্মীরা তাকে হাতিরঝিল থানা-পুলিশের কাছে সোপর্দ করে। এর আগে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করারও অভিযোগ উঠেছে।

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার

মতিঝিলে ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী

হাদিকে গুলি: সন্দেহভাজনের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা ডিএমপির

কেরানীগঞ্জে মার্কেটে আগুন: জ্বলছে কোটি টাকার দোকান, নির্বাক তাকিয়ে সালাম-সোহেল

কেরানীগঞ্জে জাবালে নূর সুপার মার্কেটে আগুন, উদ্ধার ৪২

ফুটপাত দখল, পথচারী রাস্তায়

হাদির ওপর হামলা: তীব্র নিন্দা ও বিচার দাবি রাজনৈতিক দলগুলোর

জুলাইয়ের মুখ হাদি গুলিবিদ্ধ, অবস্থা সংকটাপন্ন