হোম > সারা দেশ > ঢাকা

জবিতে ১৮ আগস্ট থেকে সশরীরে ক্লাস শুরু

জবি সংবাদদাতা 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৮ আগস্ট থেকে সশরীরে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে জবি। আজ মঙ্গলবার উপাচার্যের কনফারেন্স রুমে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী এ সিদ্ধান্ত নেন।

কোষাধ্যক্ষ হুমায়ুন কবির বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার পদগুলো শূন্য। এখন শিক্ষার্থীদের ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, সশরীরে ক্লাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

কোষাধ্যক্ষের পদে থেকে এমন সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় আইনে বলা আছে-উপাচার্যের শূন্য পদে নবনিযুক্ত উপাচার্য কার্যভার গ্রহণ না করা পর্যন্ত, চ্যান্সেলরের ভিন্নরূপ সিদ্ধান্ত না থাকা সাপেক্ষে, ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব পালন করবেন ট্রেজারার। আমি মনে করি, আমি যে সিদ্ধান্তগুলো নিয়েছি তা শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ভালোর জন্য। এসব সিদ্ধান্তে চ্যান্সেলর মহোদয়ও একমত হবেন।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার বলেন, ‘আমাদের কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে ১৮ আগস্ট থেকে সশরীরে ক্লাস নেওয়ার। আগামীকাল আমরা বিভাগে একটি মিটিং ডেকেছি, সেখানে শিক্ষক-শিক্ষার্থীরা থাকবেন। সে বৈঠকে কেন্দ্রীয়ভাবে নেওয়া সিদ্ধান্তটি উত্থাপন করব।’

গত ৮ আগস্ট সিদ্ধান্ত হয় ১৮ আগস্ট থেকে অনলাইনে ক্লাস নিবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে দেখা যায় শিক্ষার্থীদের।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক