হোম > সারা দেশ > নরসিংদী

সড়কে সিগন্যাল দিয়ে থামিয়ে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, ভুয়া পুলিশ আটক

নরসিংদী প্রতিনিধি

সোহেল পাটোয়ারী। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীতে সড়কে সিগন্যাল দিয়ে থামিয়ে মোটরসাইকেল নিয়ে পালানোর সময় সোহেল পাটোয়ারী নামের এক ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে মাধবদী এলাকা থেকে ট্রাফিক পুলিশের সার্জেন্ট তাঁকে আটক করেন। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ কথা নিশ্চিত করেন।

আটক সোহেল পাটোয়ারীর বাড়ি রাজবাড়ী জেলায়। তিনি একজন বরখাস্ত পুলিশ সদস্য বলে জানা গেছে।

নরসিংদী ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোল্লা তাসলিম হোসেন জানান, সদর থানার সাহেপ্রতাব এলাকায় মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট শোভন। বেলা পৌনে ৩টার দিকে তিনজন ছেলে এসে তাঁর কাছে জানতে চান, এখানে সোহেল নামে কোনো পুলিশ ডিউটি করছেন কি না? এ সময় সোহেল নামে ট্রাফিক বিভাগে কোনো সদস্য নেই বলে জানালে ভুক্তভোগী যুবকেরা জানান, সোহেল নামে পুলিশের পোশাক পরিহিত একজন তাঁদের সিগন্যাল দিয়ে থামিয়ে চাবি নিয়ে কালো রঙের পালসার মোটরসাইকেল চালিয়ে নিয়ে অজানা দিকে চলে গেছেন।

এ সময় বিস্তারিত জেনে সার্জেন্ট শোভন সঙ্গে সঙ্গে ঘটনাটি তিনটি স্থানে কর্মরত ট্রাফিক ও পুলিশ অফিসারদের অবহিত করেন। পরে মোটরসাইকেলের মালিক শাহিনকে সার্জেন্ট শোভন তাঁর মোটরসাইকেলের পেছনে বসিয়ে মাধবদীর দিকে রওনা দেন। পরে মাধবদী থেকে টিএসআই নইমুর তাঁর সঙ্গীয় ফোর্স পুলিশের ইউনিফর্ম পরা সোহেল নামের ওই ব্যক্তিকে মোটরসাইকেলসহ আটক করেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আটক ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে তিনি পুলিশে কর্মরত ছিলেন, বর্তমানে বরখাস্ত। এ ঘটনায় মাধবদী থানায় মামলা করে সোহেল পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে।

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব