হোম > সারা দেশ > ঢাকা

কাশিমপুর কারাগারে বন্দী মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির হাসপাতালে মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদি মৃত্যুবরণ করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে কারাগারে অসুস্থ হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুবরণকারী ব্যক্তি হলেন জহিরুল হক ভূঁইয়া (৭০)। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার লক্ষ্মীবরদী এলাকার বাসিন্দা ছিলেন।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা আজকের পত্রিকাকে বলেন, জহিরুল হক ভূঁইয়া আগে থেকেই হৃদ্‌রোগে ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে তাঁকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাতেই গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোর ৬টার দিকে জহিরুল হক ভূঁইয়া মারা যান।

সুব্রত কুমার বালা আরও বলেন, জহিরুল হক ভূঁইয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় ২০০২ সালের একটি হত্যা মামলায় (নম্বর-০৬ (৩) ০২, ধারা-৩০২ / ৩৪) মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি ছিলেন। ২০১৯ সালের ১ মার্চ থেকে এই কারাগারে বন্দী ছিলেন তিনি। কারাগারে তাঁর কয়েদি নম্বর ছিল ৪২৭৭ /এ।

জেল সুপার সুব্রত কুমার বালা আরও বলেন, ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জহিরুল হক ভূঁইয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম।

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল