হোম > সারা দেশ > ঢাকা

কাশিমপুর কারাগারে বন্দী মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির হাসপাতালে মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদি মৃত্যুবরণ করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে কারাগারে অসুস্থ হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুবরণকারী ব্যক্তি হলেন জহিরুল হক ভূঁইয়া (৭০)। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার লক্ষ্মীবরদী এলাকার বাসিন্দা ছিলেন।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা আজকের পত্রিকাকে বলেন, জহিরুল হক ভূঁইয়া আগে থেকেই হৃদ্‌রোগে ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে তাঁকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাতেই গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোর ৬টার দিকে জহিরুল হক ভূঁইয়া মারা যান।

সুব্রত কুমার বালা আরও বলেন, জহিরুল হক ভূঁইয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় ২০০২ সালের একটি হত্যা মামলায় (নম্বর-০৬ (৩) ০২, ধারা-৩০২ / ৩৪) মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি ছিলেন। ২০১৯ সালের ১ মার্চ থেকে এই কারাগারে বন্দী ছিলেন তিনি। কারাগারে তাঁর কয়েদি নম্বর ছিল ৪২৭৭ /এ।

জেল সুপার সুব্রত কুমার বালা আরও বলেন, ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জহিরুল হক ভূঁইয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম।

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা