হোম > সারা দেশ > ঢাকা

ছুটিতে বাড়িতে শিক্ষার্থীরা, ঢাবির জহুরুল হলের বদ্ধ কক্ষে আগুন

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ২৫০ নম্বর কক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে হলে অবস্থানরত শিক্ষার্থীদের তৎপরতায় অল্প কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ২৫০ নম্বর কক্ষের শিক্ষার্থীরা ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে রয়েছেন, একারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তারা আজকের পত্রিকাকে জানান, ইলেক্ট্রিক শর্ট সার্কিট থেকে এ আগুন লেগেছে, তবে ওই কক্ষে কেউ ছিল না৷ তবে বই খাতা, কাগজপত্র ও কাপড়চোপড়সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস পুড়ে গেছে।

ওই কক্ষের এক আবাসিক শিক্ষার্থী আইয়ুব মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা সবাই বাড়িতে ছিলাম, আগুনে কক্ষের বেশ জিনিসপত্রের ক্ষতি হয়েছে বলে জেনেছি।’

সার্বিক বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রহিম বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে অবগত করি। হলে গিয়ে দেখি শিক্ষার্থীরা আগুন নিভিয়ে ফেলে। ওই কক্ষে থাকা শিক্ষার্থীরা বাড়িতে যাওয়ার সময় সচেতনভাবে লাইনগুলো দেখেনি, তাদের সচেতনতার প্রয়োজন ছিল। বেশ গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র পুড়ে গেছে। ইলেকট্রনিক শর্ট সার্কিটের কারণে এ রকম ঘটনা ঘটেছে। হল নিরাপদ রাখতে সকলের সচেতনতা জরুরি বলে মন্তব্য করেন প্রাধ্যক্ষ।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’