জাতীয় এডুকেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ (ইআরডিএফবি) নামে নতুন একটি গবেষণা প্রতিষ্ঠান আত্মপ্রকাশ করেছে।
আজ শনিবার ঢাকার প্রেসক্লাবে আয়োজিত এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি দল।
সংগঠনের সভাপতি ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন জানান, শিক্ষা, গবেষণা ও উন্নয়ন এই চেতনার আলোকে এবং বাংলাদেশের কৃষি, শিল্প, প্রযুক্তি, উদ্ভাবন ও সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিয়ে এই গবেষণা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হলো।
সংগঠনের সিনিয়র সহসভাপতি ও বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক আবদুল জব্বার খান তার বক্তব্যে সব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তথ্য প্রযুক্তি নির্ভর গবেষণায় এগিয়ে আসার আহ্বান জানান। সরকারের উন্নয়ন তৃণমূল পর্যায়ে ইতিবাচকভাবে পৌঁছে দিতে তাদের এ সংগঠন কাজ করবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়াসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।