হোম > সারা দেশ > ঢাকা

দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল জেগে ওঠো বাংলাদেশ ফাউন্ডেশন

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় বসবাসরত দরিদ্র শিশু শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ‘জেগে ওঠো বাংলাদেশ’ নামের একটি ফাউন্ডেশন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ফাউন্ডেশনটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভিন্নধর্মী এই আয়োজন করা হয়। ফাউন্ডেশনটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান অভির সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি জেমস এ কে হামীম। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক দয়াল কুমার বড়ুয়া। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম-১৬ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য, জাতীয় পার্টির সাবেক দপ্তর সম্পাদক নাফিজ মাহবুব প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে জাপা নেতা দয়াল কুমার বড়ুয়া বলেন, ‘জেগে ওঠো ফাউন্ডেশনের এমন ভিন্নধর্মী উদ্যোগকে স্বাগত জানাই। সবাই যদি দরিদ্র শিশুদের পাশে দাঁড়াই, তাহলে তাদের শিক্ষা, চিকিৎসা, খাদ্য-বস্ত্রের অভাব হবে না। বিত্তশালীদের উচিত তাদের পাশে দাঁড়ানোর। আমাদের চেষ্টায় যদি তাদের একজনও সফল হতে পারে, তাহলে সেটাই আমাদের সার্থকতা।’ 

উদ্বোধকের বক্তব্যে চট্টগ্রাম-১৬ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘পথশিশু না বলে বলব অসহায় শিশু। যে জাতি যত বেশি শিক্ষিত হবে, সে জাতি তত বেশি উন্নত হবে, যার কারণে প্রধানমন্ত্রী শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করছেন। বছরের শুরুতেই শিশুদের মধ্যে বই বিতরণ ও উপবৃত্তির ব্যবস্থা করেছেন। শেখ হাসিনার সরকার, শিক্ষাবান্ধব সরকার।’ 

বিশেষ অতিথির বক্তব্যে ডিইউজের সাবেক সভাপতি আবু জাফর সূর্য বলেন, ‘জেগে ওঠার জন্য মানসিক বিকাশ, শারীরিক বিকাশ ও শিক্ষার বিকাশ অত্যন্ত জরুরি। সমাজ প্রতিষ্ঠার জন্য এটি অত্যন্ত জরুরি।’ 

অনুষ্ঠানে আজকের পত্রিকার উত্তরা (ঢাকা) প্রতিনিধি নুরুল আমিন হাসানসহ ৩১ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে গুণীজন সম্মাননা প্রদান করা হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট